নিউজ ডেস্ক: বক্স অফিসে ‘বাহুবলী-২’-এর রেকর্ড ভাঙলেন তারা সিং! প্রথম সপ্তাহের আয়ের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে ঝড় তুলল গদর-২। আর দ্বিতীয় সপ্তাহের রবিবার ৪০ কোটি কামিয়ে সপ্তাহান্তে মোট আয় ৯০ কোটি। আর এই আয় করার ফলে গদর-২ ভাঙল বাহুবলী-২ এর রেকর্ড। দ্বিতীয় সপ্তাহ শেষে এর আগে বাহুবলীর বক্স অফিস কালেকশন ছিল ৮০ কোটি মতো। আর দ্বিতীয় সপ্তাহের শেষে সানি দেওল-অমিশা প্যাটেলের ছবি মোট আয়ে পিছনে ফেলে দিল আমির খানের ‘দঙ্গল’-কে।
একটি সূত্রে জানানো হয়েছে গত শুক্র, শনি ও রবিবারে যথাক্রমে ২০.৫ কোটি, ৩২ কোটি এবং ৪০ কোটি টাকা আয় করে এই রেকর্ড করেছে গদর-২। প্রথম সপ্তাহে ২৮৪ কোটির আয়ের পর দ্বিতীয় সপ্তাহেও যেভাবে ঝোড়ো ব্যাটিং করল ছবিটি তাতে ১০ দিনে মোট আয় দাঁড়িয়েছে ৩৭৭ কোটি টাকা। সিনেমা বিশেষজ্ঞদের মতে, যেভাবে চলছে তাতে আগামী ২ দিনের মধ্যেই নিশ্চিতভাবে ৪০০ কোটির ক্লাবে প্রবেশ করবে সিনেমাটি। এদিকে দঙ্গল-কে হারানোর পর তারা সিংয়ের সামনে রয়েছে কেজিএফ-২।
দ্বিতীয় সপ্তাহেও যেভাবে দেশের ৭০% সিনেমা হল দখল করে রেখেছেন তারা সিং, তাতে মনে করা হচ্ছে ইয়াশ-সঞ্জয় দত্তের KGF-2-কে ছাড়িয়ে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভারতের মধ্যে বক্স অফিস কালেকশনের নিরিখে এই মুহূর্তে KGF-২ ৪৩৫ কোটি কামিয়ে রয়েছে তৃতীয় স্থানে। প্রথম স্থানে পাঠান (৫২৫ কোটি) এবং ২য় বাহুবলী-২ (৫১১ কোটি)। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, KGF-২ কে ছাপিয়ে গদর-২ রীতিমতো নিঃশ্বাস ফেলবে টপ ২ পাঠান ও বাহুবলী-২-এর ঘাড়ে। এমন কি পাঠানকে ছাড়িয়ে প্রথম স্থান অর্জন করাও অসম্ভব নয় বলে জানিয়েছেন সিনেমা বিশেষজ্ঞদের একাংশ। শেষ পর্যন্ত গদর-২-এর দৌড় যতটাই হোক না কেন, এই মুহূর্তে গোটা দেশ যে তারা সিংয়ের হুঙ্কারে মজে, সে কথা বলাই বাহুল্য।