নিউজ ডেস্ক: আজ থেকে বন্ধ হওয়ার কথা ছিল কলকাতা
স্টক এক্সচেঞ্জ। কিন্তু কলকাতা উচ্চ আদালতের নির্দেশে সাময়িক স্বস্তি। আপাতত বন্ধ
হচ্ছে না কলকাতা স্টক এক্সচেঞ্জ। সম্প্রতি সেবি একটি নিষেধাজ্ঞা জারি করে। সেই নিষেধাজ্ঞায় আগামী
সোমবার থেকে এক্সচেঞ্জ বন্ধ করার নির্দেশ দেয়। সেবির সেই বিজ্ঞপ্তির উপর
অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। ফলে সোমবার
থেকে স্টক এক্সচেঞ্জ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে না।
যদিও সেবি কলকাতা স্টক এক্সচেঞ্জের নিজস্ব ব্যবসায়িক প্ল্যাটফর্ম ২০২১ সাল থেকে স্থগিত করে রেখেছে।
বর্তমানে সেই মামলা ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। ফলে সেই সময় থেকে কলকাতার
স্টক লেনদেনকারী বা ট্রেডাররা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ট্রেডিং চালিয়ে
আসছে। এ বছর ১৯ জুলাই সেবি বিজ্ঞপ্তি দিয়ে জানায়, কলকাতা
স্টক এক্সচেঞ্জকে নিজের এক্সচেঞ্জ বাঁচাতে যে পরিকাঠামো গড়তে বলা হয়েছিল,
সেটা তারা করতে পারেনি।
সেবির মতে, পরিকাঠামো
নিয়ে ২০১৯ সালে একটি গাইড লাইন তৈরি হয়। অন্য সব রাজ্য সেই গাইড লাইন মেনে নিলেও
কলকাতা এক্সচেঞ্জ গাইডলাইনকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে
মামলা করে। নিজস্ব ব্যবসায়িক প্ল্যাটফর্ম
তৈরির সময়সীমা বেঁধে দিয়ে গত ১৯ জুলাই কলকাতা
স্টক এক্সচেঞ্জকে সেবি ৩০ দিনের নোটিশ দেয়। তার মেয়াদ এদিন
শেষ হয়েছে। সেবির বিজ্ঞপ্তি স্থগিত করতে গিয়ে আদালতের পর্যবেক্ষণ, ৩০ দিনের সময় বেঁধে নোটিশ দিলেও, ত্রুটিমুক্ত
হওয়ার জন্য সেবি কোনও সময় দেয়নি। তাই ওই নোটিশ একপেশে বলে
মনে করছে আদালত। বিচারপতি দুপক্ষকেই হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ছয় সপ্তাহ
পর মামলার পরবর্তী শুনানি বলে জানা গেছে।