নিউজ ডেস্ক: মুক্তি পাওয়ার পর থেকেই হল কাঁপাচ্ছে সানি দেওল ও অমিশা প্যাটেল অভিনীত ছবি ‘গদর ২’। একদিকে ছবির তুমুল সাফল্য নিয়ে খুশি হলেও এরমধ্য়েই মাথায় হাত পরে সানির। কারণ তিনি নোটিশ পান নাকি তাঁর জুহুর বাংলো, ‘সানি ভিলা’ নিলামে উঠতে চলেছে। বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে ‘গদর২’। কিন্তু তাতেও নাকি ৫৫ কোটি টাকা ঋণ নিয়ে সেই টাকা ফেরৎ দিতে পারেননি অভিনেতা। আর তাতেই ৫৬ কোটি টাকার পরিবর্তে মুম্বইয়ের জুহুতে অবস্থিত সানির বিলাস বহুল সানি ভিলা নিলামে তোলার নোটিশ জারি করে একটি ব্যাঙ্ক।
২০ আগস্ট এই নোটিশ জারি করেছিল এই সংশ্লিষ্ট ব্যাঙ্ক। ব্যাঙ্কের নোটিশে বলা হয়েছে বলা হয়েছে যে ৫৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন সানি। কিন্তু সময়মতো তা ফেরত দিতে পারেননি। ফলে ঋণের টাকা ফেরত নিতে সানির বাংলো নিলামে তোলার বন্দোবস্ত করে ব্যাঙ্ক। আগামী ২৫ আগস্ট নিলামে ওঠার কথা ছিল সানির বাংলো।
তবে সোমবারেই সানি ভিলা নিলামের সংশোধনী নোটিশ জারি করে ওই ব্যাঙ্ক। জানায় যে ওই ভিলা নিলাম প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের নোটিশ জারি হওয়াতে স্বস্থিতে সানি। জানা গিয়েছে যে যান্ত্রিক গোলোযোগের কারণে এই নিলাম খারিজ করা হয়েছে। এছাড়াও প্রত্যাহারের বিবৃতিতে নেপথ্যের আরো অনেক কারণ দর্শিয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্কটি।
তবে বক্স অফিসে এই মুহূর্তে দাপটের সঙ্গে রাজ করছে সানি দেওল ও অমিশা প্যাটেল অভিনীত ছবি ‘গদর ২’। মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে ‘গদর ২’। দ্বিতীয় সপ্তাহ শেষেই প্রায় ৩৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবি। চলতি সপ্তাহেই ৪০০ কোটির ক্লাবে ঢুকে যাওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা।