নিউজ ডেস্ক: চড়া সুদের হাত থেকে ঋণগ্রোহীতাদের খানিক স্বস্তি দিতে নয়া নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া(RBI)। রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলির উদ্দেশ্যে জারি করা এই নির্দেশিকায় আরবিআই জানিয়েছেন, পরিবর্তনশীল সুদে ঋণ নিলেও স্থায়ী সুদের হারে সেই ঋণ শোধের সুযোগ দিতে হবে ঋণগ্রোহীতাকে।
গৃহ ঋণ, গাড়ি ঋণ এমনকি ব্যক্তিগত ঋণের চড়া সুদের কারণে হিমশিম খাচ্ছে দেশবাসীর একাংশ। সময়ের মধ্যে বিরাট অঙ্কের ইএমআই দেওয়ার ক্ষেত্রেও নাজেহাল হয়ে পড়ছেন অনেকে। তবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ, ঋণ নেওয়ার ক্ষেত্রে ‘লোন রিসেট’ করার সময় ‘ফ্লোটিং’ এবং ‘ফিক্সড’ উভয় বিকল্প দিতে হবে গ্রাহকদের। সেক্ষেত্রে কোনও চার্জ নেওয়া হলে তা আগেই স্পষ্ট জানিয়ে দিতে হবে ঋণগ্রোহীতাকে।
এছাড়া ইএমআই(EMI) শোধের ক্ষেত্রেও নির্দেশিকা জারি করেছে আরবিআই(RBI)। কেন্দ্রীয় ব্যাংকের স্পষ্ট নির্দেশ, কোনও ব্যক্তি সময়ের মধ্যে ইএমআই দিতে না পারলে, জরিমানা হিসাবে সুদের হার না বাড়িয়ে একসঙ্গে থোক টাকা দেওয়ার সুযোগ করে দিতে হবে তাকে। সুদের হার বাড়লে গ্রাহক তা মেটাতে কোন পন্থা গ্রহণ করবে সে বিষয়টিও তার সঙ্গে ঠিক করতে হবে ঋণদাতা সংস্থাকে। পাশাপাশি, যেকোনও সময়ে পুরো বা আংশিক আগাম ইএমআই শোধের সুযোগ দিতে হবে গ্রাহকদের। আগামী ১ জানুয়ারি থেকে জরিমানা হিসাবে থোক টাকা নেওয়ার নিয়মটি কার্যকর করতে হবে বলে জানিয়েছে আরবিআই। বাকি নির্দেশিকাগুলি ৩১ ডিসেম্বরের মধ্যে চালু করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় এই ব্যাংক।
প্রসঙ্গত, নয়া এই নির্দেশিকার ফলে ব্যাংকের সুদের হার বাড়লে চাপ পড়বে ঋণগ্রোহীতার পকেটে। আবার সুদের হার কমলে আর্থিক বোঝাও কমবে তাদের। তবে স্থির সুদে ঋণ নেওয়ার ক্ষেত্রে হার বাড়লেও চাপ নিতে হবে না গ্রাহকদের। সুতরাং, ক্রমশ বৃদ্ধি পাওয়া সুদের জমানায় আরবিআই’র নয়া নির্দেশে খানিক স্বস্তিতে ঋণগ্রাহকরা।