নিউজ ডেস্ক: সোমবার মর্মান্তিক সড়ক
দুর্ঘটনায় জখম হলেন ৯ জন। সোমবার
দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার আঝাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে। ঘটনার
তদন্তে নেমেছে পুলিশ।
এদিন সকালে কলকাতার দিক থেকে বর্ধমানের দিকে
একটি ডাম্পার দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। আচমকা সেই ডাম্পারের চালক ব্রেক কষে গতি কমিয়ে দেয়।
ডাম্পারের পিছনেই ছিল একটি স্কর্পিও গাড়ি। সে গাড়ির নিয়ন্ত্রণ রাখতে না পেরে
ডাম্পারের পিছনে দ্রুতগতিতে ধাক্কা মারে। এই গাড়ির ঠিক পিছনে ছিল একটি সুইফট
গাড়ি। সেটি গিয়ে ধাক্কা মারে স্কর্পিওর পিছনে। এই দুই গাড়ির সকল আরোহী জখম
হয়েছেন। জখমদের মধ্যে দুই শিশু ও এক মহিলা রয়েছেন। ঘটনাস্থলে রয়েছে জামালপুর থানার
পুলিশ এবং ফায়ার ব্রিগেড।
আহতদের
উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি
বিভাগে পাঠানো হয়েছে। দুটি গাড়ির চালক মারাত্মকভাবে জখম হয়েছে ।
এখনও পর্যন্ত আহতদের পরিচয় জানা যায়নি। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি
হয় জাতীয় সড়কে। পুলিশ দ্রুত দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি সরিয়ে যান চলাচল
স্বাভাবিক করে।