নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে অধিক সচেতনতার প্রয়োজনীয়তা রয়েছে। তামিলনাড়ু অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক এসভি শেখরের বিরুদ্ধে এক মামলার শুনানি চলাকালীন এমনই জানিয়েছে সুপ্রিম কোর্ট।
২০১৮ সালে ফেসবুকের একটি পোস্টে মহিলা সাংবাদিকদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন অভিনেতা-বিধায়ক শেখর বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে একটি মামলা শুরু হয় মাদ্রাজ হাইকোর্টে। শুনানি চলাকালীন উচ্চ আদালত সাফ জানিয়ে দেয়, শেখরের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ বাতিল করা যাবে না। উচ্চ আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন প্রাক্তন এই বিধায়ক।
আদালতে শেখরের আইনজীবী জানান, ঘটনার দিন চোখে ওষুধ দিয়ে পোস্টটি শেয়ার করেছিলেন তাঁর মক্কেল। তাই তিনি ঠিক কী শেয়ার করছেন, তা খেয়াল করেননি। তবে কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে ফেলেন শেখর। পাশাপাশি, চিঠি লিখে মহিলা সাংবাদিক এবং মিডিয়ার প্রত্যেকের কাছে ক্ষমাও চান তিনি।
যদিও আইনজীবীর কোনও যুক্তি ধপে টেকেনি আদালতে। বরং অভিনেতা-বিধায়কের আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালতের বিচারপতি বিআর গাবাই এবং পিকে মিশ্রর ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, “সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে তার প্রভাব সম্পর্কে বিশেষ সচেতন থাকতে হবে সকলকে। সেইসঙ্গে এই মাধ্যম ব্যবহারের ফল কী হতে পারে, সেবিষয়েও প্রস্তুত থাকতে হবে।”