নিউজ ডেস্ক: প্রতিদিনই কোনো না কোনো কারণে খবরের শিরোনামে থাকেন বাংলাদেশের তারকা জুটি পরীমণি ও শরিফুল রাজ। কখনো তাঁদের বৈবাহিক অশান্তির জের আবার কখনো তাঁদের ছেলে রাজ্যর অসুস্থতার কারণে হাসপাতালে ছোটাছুটির খবর। সবেতেই শিরোনামে উঠে আসেন তাঁরা। কিন্তু এইবার একসঙ্গে হাসপাতালে ভরতি এই দম্পতি। জানা গিয়েছে শুক্রবার থেকে জ্বরে কাবু পরীমণি। অন্যদিকে ওই দিনেই আহত রাজ। রাতে রাজের একটি রক্তাক্ত ছবি প্রকাশ পায়। জানা গিয়েছে মাথায় চোট লেগে সেলাই পড়েছে তাঁর।
ছেলের ধুমধাম করে জন্মদিন পালনের পরেই সব মনোমালিন্য কাটিয়ে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন রাজ। হাসি মুখে ছেলের জন্মদিনের কেক কাটতেও দেখা যায় তাঁদের। কিন্তু তারপরেই কী ঘটল যে হাসপাতালে এই তারকা দম্পতি? স্পষ্টভাবে কোনো উত্তর না মেলায় শারীরিক নিগ্রহের জল্পনা উঠে আসছে। তবে পরীমণি একা নন। তাঁর সঙ্গে হাসপাতালে ভরতি আরেক জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জাও। একসঙ্গে হাত ধরে পরীমণি ও তমা ছবি তুলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
তাঁদের দুইজনের হাতে স্যালাইনের ক্যানুলা করা। ছবির পোস্টে পরীমণি লেখেন আমরা ‘পরীতমা’। যদিও বাংলাদেশি সংবাদমাধ্যমকে পরীমণি জানিয়েছেন যে শরিফুল কোথায় তা তিনি জানেন না। জ্বরের কারণে হাসপাতালে ভরতি তিনি। যদিও তাঁর এই যুক্তি মানতে নারাজ একাংশ। সংবাদমাধ্যম সূত্রের খবর ছবি নির্মাতা রায়হান রাফির অফিসে ফের ঝগড়া হয় রাজ-পরীর। একসময় সেটাই হাতাহাতির রূপ নেয়, আর তাতেই আহত হন রাজ। আর তাঁদের মাঝে পড়ে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী তমা মির্জাও।
যদিও তমা প্রসঙ্গ উঠে আসার পরেই নিজের মতামত জানান তমা। ঘটনার দিন, ১৮ অগাস্ট, পরীমণির সঙ্গে দেখা করার কথা থাকলেও জ্বরের কারণে দেখা করতে পারননি তমা। তার কিছুক্ষণ পরেই জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি হন তিনি। রাজ-পরীর ঘটনার আশেপাশেও ছিলেন না বলেই জানিয়েছেন তমা। ওই দিন হাসপাতালে ভরতির পরে জানতে পারেন পরীমণিও হাসপাতালে ভরতি। হুইলচেয়ারে করে তমার কেবিনে তাঁকে দেখতে এসেই ছবি তুলেছিলেন দুই অভিনেত্রী। বিতর্কিত এই তারকা দম্পতির হাসপাতালে ভরতি নিয়ে জলঘোলা হলেও এখনো তাঁদের তরফে কোনো বক্তব্য প্রকাশ্যে আসেনি।