নিউজ ডেস্ক: নিকাশি ব্যবস্থা
না থাকায় এক ঘণ্টার বৃষ্টিতে এলাকায় জল জমে চরম সমস্যায় দিন কাটাচ্ছে কোন্নগরের নবগ্রাম
পঞ্চায়েত এলাকার মানুষ। জমা জলে ঘুরে বেড়াচ্ছে মাছ। ড্রেনের জমা জলে সাপ, জোঁক এমনকি
ডেঙ্গি মশার উপদ্রবে ঘুম উড়েছে এলাকাবাসীর। স্কুলের ভিতরেও জমেছে জল। সমস্যায় পড়েছেন
পড়ুয়ারাও। এমনই দুর্বিষহ অবস্থা হুগলির কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েতে।
ড্রেনের নোংরা
জমা জল পারাপার করেই চলছে মানুষের জীবনযাপন। নবগ্রাম পঞ্চায়েত এলাকার এক নম্বর মাঠ
এলাকা, নবগ্রাম সি ব্লক এলাকা সহ বিভিন্ন এলাকায় জলে ডুবে রয়েছে রাস্তা। মানুষের
বাড়িতেও ঢুকে যাচ্ছে জল। আর এই এক হাঁটু জল জমে থাকায় অনেকেই বাড়ির ভিতরে গৃহবন্দি।
পানীয় জলের অভাব থাকায় টাকা খরচ করে জল কিনে খেতে হচ্ছে বাসিন্দাদের।
নবগ্রাম এলাকায় এই জল জমে যাওয়ার সমস্যা দীর্ঘদিনের। পঞ্চায়েতে বারবার জানিয়েও
মিলছে না কোনো সুরাহা। আর তাই ক্ষোভ জমছে মানুষের মধ্যে। জনৈক বাসিন্দার মুখেই শোনা
যায় তাদের দুরবস্থার কথা। রাজ্যে ইতিমধ্যেই
প্রায় ১০ হাজার জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে। পরিসংখ্যান অনুযায়ী ডেঙ্গি আক্রান্ত অঞ্চলগুলির
মধ্যে পঞ্চম স্থানে আছে কলকাতা। গত দেড় মাসেরও বেশি সময় ধরে রাজ্যে বেড়ে চলেছে ডেঙ্গির
প্রকোপ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ।
নবগ্রামের
বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের সময় বিগত বছরগুলোতে নিকাশি ব্যবস্থার প্রতিশ্রুতি দিলেও
কোনো কাজ হয়নি জল যন্ত্রণা থেকে। এলাকার বাসিন্দা সৌরভ সাঁপুই জানান, উন্নয়নের যা অবস্থা,
তাতে মনে হচ্ছে আগামীদিনে বসতবাড়ি বিক্রি করে অন্যত্র চলে যেতে হবে।
এই মুহূর্তে,
ডেঙ্গি আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে নদিয়া। বৃহস্পতিবার পর্যন্ত এই জেলায় আক্রান্তের
সংখ্যা ২৫৩৫। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা যেখানে আক্রান্তের সংখ্যা ২৩৩০।
আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে হুগলি। ডেঙ্গি আতঙ্কে তোলপাড় রাজ্য।