নিউজ ডেস্ক: জওয়ান ছবির প্রিভিউতে শাহরুখের ন্যাড়া মাথার লুক দেখে বিষম খেয়েছিলেন অনুরাগীরা। এইবার ন্যাড়া মাথায় পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হলেন সলমন খানও। বিগবস ওটিটি-এর ফিনালেতেও তাঁকে এক মাথা চুলে দেখা গিয়েছিল। একই হেয়ার স্টাইলে উপস্থিত ছিলেন জনপ্রিয় গায়ক এপি ধিঁলোর ডকু-সিরিজের স্ক্রিনিংয়েও। কিন্তু দিন পেরোতে না পেরোতেই সম্পূর্ণ লুক বদলে ফেললেন বলিউডের ভাইজান। রবিবার রাতে মুম্বইয়ের একটি অনুষ্ঠানে নতুন লুকে দেখা গেল তাঁকে।
ওই রাতে একটি অনুষ্ঠানে ‘অল ব্ল্যাক লুকে’ দেখা গিয়েছিল তাঁকে। কালো রঙের ট্র্যাক প্যান্ট ও শার্টে হাজির হয়েছিলেন তিনি। কড়া নিরাপত্তা বেষ্ঠনীর মধ্যেই আজকাল যাতায়াত করেন তিনি। খুনের হুমকি পাওয়ার পর থেকেই আরো মজবুত হয়েছে নিরাপত্তা। তাই ছবি শিকারিদের তাঁর ছবি তুলতে ভালোই বেগ পেতে হয়। তবে তাতেও তাঁর ন্যাড়া মাথার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
শেষবার ভাইজানকে ন্যাড়া মাথায় দেখা গিয়েছিল ২০০৩ সালে। সেই বছর মুক্তি পেয়েছিল ভাইজানের অন্যতম হিট ছবি ‘তেরে নাম’। নির্ঝরার প্রেমে মত্ত রাধের জীবন কীভাবে পাল্টে যায় তা নিয়েই ছবির গল্প। শেষে মানসিক হাসপাতালে রাধের চুল কামিয়ে দেওয়া হয়েছিল। ছবির পরিচালনা করেছিলেন সতীশ কৌশিক। নির্ঝরার চরিত্রে অভিনয় করেছিলেন ভূমিকা চাওলা। তাই সলমন খানের ন্যাড়া মাথার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিভিন্ন তরজা।
নতুন লুকের ছবি দেখে এমনিতেই আপ্লুত সল্লু অনুরাগীরা। আবার অনেকের মতে ‘তেরে নাম ২’ আসতে চলেছে বলেই এমন লুক নিয়েছেন সলমন খান। আবার অনেকে বলেন শাহরুখ খানকে নকল করেছেন তিনি। প্রসঙ্গত, পাঠানের সাফল্যের পরে ‘টাইগার ৩’-এ ফের একসঙ্গে দেখা যেতে চলেছে শাহরুখ সলমন জুটিকে।