নিউজ ডেস্ক: মণিপুর ইস্যুতে একটি মামলায় আগামী ২৫ অগাস্ট রায় শোনাবে আদালত। প্রাক্তন বিচারপতি গীতা মিত্তলের নেতৃত্বে গঠিত তিন সদস্যের দলের রিপোর্ট পেশের পর সোমবার এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চ এদিন জানান, মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের ইতিমধ্যেই রিপোর্টের কপি দিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে, প্যানেলের সঙ্গে এই বিষয়ে আইনজীবী ভ্রিন্দা গ্রোভারকে তাঁর পরামর্শ ভাগ করে নেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। উল্লেখ্য, মণিপুরের এক নির্যাতিতার হয়ে শীর্ষ আদালতে মামলা লড়ছেন আইনজীবী ভ্রিন্দা।
প্রসঙ্গত, মণিপুরের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন এবং তাদের ক্ষতিপূরণের বিষয়টি খতিয়ে দেখতে ৭ অগাস্ট তিন সদস্যের একটি দল গঠন করে দেশের সর্বোচ্চ আদালত। জম্মু-কাশ্মীর আদালতের প্রাক্তন প্রধান বিচারপতি গীতা মিত্তলের নেতৃত্বে গঠিত দলে রয়েছেন বোম্বে হাইকোর্টের প্রাক্তন তথা অবসরপ্রাপ্ত বিচারপতি সালিনি পি জোশী এবং দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি আশা মেনন।
নির্দেশানুসারে সমস্ত দিক খতিয়ে দেখার পর সোমবার শীর্ষ আদালতে তিনটি রিপোর্ট জমা দেয় বিশেষ এই দল। রিপোর্টে, সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের ত্রাণ তহবিল বৃদ্ধি সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। এদিন এই প্রসঙ্গে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, বিচারপতি মিত্তলের নেতৃত্বে জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পুনরায় বিবেচনা করার প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়া আদালত আরও জানায়, মণিপুরে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের পরিমাণ আরও বাড়াতে হবে এবং একজন প্রশাসনিক বিশেষজ্ঞ নিয়োগ করা হবে বলেও এদিন জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।