নিউজ ডেস্ক: ওএমজি২ এর সাফল্যের মাঝেই শোকের ছায়া অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর পরিবারে। সোমবার প্রয়াত হলেন পঙ্কজ ত্রিপাঠীর পিতা পণ্ডিত বেনারস ত্রিপাঠী। অভিনেতার পরিবারের তরফে একটি বিবৃতিতে তাঁর মৃত্য়ুর খবর জানানো হয়েছে। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। ইতোমধ্য়েই নিজের জন্মভিটে, বিহারের গোপালগঞ্জে রওনা দিয়েছেন তিনি। সেখানেই শেষকৃত্য হবে তাঁর পিতার।
সিনেমার শুটিংয়ের কাজে উত্তরাখণ্ডে ছিলেন পঙ্কজ ত্রিপাঠী। সেখানেই পিতার মৃত্যু সংবাদ পেলে বিহারের উদ্দ্যেশে রওনা দেন তিনি। অভিনেতার মা-বাবা বিহারে থাকতেন এবং তিনি স্ত্রী-কন্যাসহ থাকতেন মায়ানগরীতে। তাঁরাও মুম্বই থেকে বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
বিভিন্ন ইন্টারভিউতে একাধিকবার নিজের মা বাবার কথা উল্লেখ করেছিলেন পঙ্কজ। তিনি একবার বলেছিলেন যে তাঁর বাবা চাইতেন পঙ্কজ যাতে ডাক্তার হন। গোপালগঞ্জের মতো এলাকায় বসবাস করে তাঁর বাবা শুধুমাত্র দুটি পেশার কথাই জানতেন, ডাক্তার ও ইঞ্জিনিয়ার। তাই অভনেতা হওয়ায় খুব একটা খুশি ছিলেন না তিনি। পঙ্কজ ত্রিপাঠি এমনও বলেন যে তাঁর বাবা কখনো সিনেমা হলে যাননি। সিনেমায় তিনি কি করেন সেটাও জানতেন না তাঁর বাবা।