নিউজ ডেস্ক: সঙ্গীতের সঙ্গে আত্মার যোগ স্থাপন করেন সঙ্গীত শিল্পীরা। প্রেমে পড়া হোক বা প্রেম ভাঙা, মনে রঙিন প্রজাপতি উড়ে বেড়ানো হোক বা মন খারাপের রাত- সবটুকু জুড়ে থাকে গান। আর সেই গান পৌঁছে দেন শিল্পীরা। তাই গানের চেয়ে শিল্পীদের প্রতি ভালোলাগা হয় অনেক বেশি জোরালো। ধরা ছোঁয়ার বাইরে থাকা এই শিল্পীদের কাছ দেখার সৌভাগ্য হলে অনেকেই তাই ঠিক রাখতে পারেননা নিজেদের। হঠাৎই এমন আচরণ করে ফেলেন যা অপ্রীতিকর ঘটনা তৈরি করে। তাঁদের সেই সব আচরণে মেজাজও হারিয়ে ফেলেন গায়ক-গায়িকারা।
বেশ কিছুমাস আগেই অরিজিৎ সিংয়ের কনসার্টেও এমন ঘটনা ঘটে। মঞ্চে গান চলাকালীন অরিজিতের হাত ধরে টানাটানি করতে দেখা যায় এক অনুরাগীকে। ঠান্ডা ও অথচ কড়া ভাষায় সেই অনুরাগীকে তিনি বলেন এমন আচরণ মেনে নেওয়া যায় না। শুধুমাত্র অরিজিৎই নয়, আমেরিকান পপ গায়িকা কার্ডি বি-এর কনসার্টেও অদ্ভুদ আচরণ করে বসেন এক অনুরাগী। গানের মাঝেই কার্ডি বি-কে লক্ষ্য করে পানীয় ছুড়ে মারেন এক ব্যক্তি। তাতেই রেগে গিয়ে পাল্টা মাইক ছুড়ে মারেন তিনি।
আর এবার জোনাস ব্রাদার্সের কনসার্টেও একাধিকবার দেখা যাচ্ছে এমন দৃশ্য। টরোন্টোতে জোনাস ব্রাদার্সের কনসার্ট চলাকালীন নিক জোনাসের দিকে রিস্ট ব্যান্ড ছুড়ে মারেন এক ব্যক্তি। সোজা বুকে এসে লাগে সেই ঘড়ি। মুখে কিছু না বললেও নিক তার দিকে তাকিয়ে আঙুল নাড়িয়ে এমনটা করতে বারণ করেন তিনি। এর আগেও তার দিকে অন্তর্বাস ছুড়ে মারেন এক তরুণী। ওই দিন অনুষ্ঠানে স্বামীর শো দেখতে প্রিয়ঙ্কাও উপস্থিত ছিলেন।