নিউজ ডেস্ক: মুর্শিদাবাদ জেলায় ফের উদ্ধার তাজা
বোমা। রঘুনাথগঞ্জের
বোমা বিস্ফোরণের চব্বিশ ঘণ্টার মধ্যে আবারও তাজা বোমা উদ্ধার। এবার বোমা উদ্ধার হল
সামশেরগঞ্জে ।
ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ।
ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বলবলপাড়া ইট ভাটা সংলগ্ন
ফাঁকা মাঠে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সকালে বিষয়টি জানাজানি
হতেই এলাকায় কার্যত হইচই সৃষ্টি হয়। বোমা উদ্ধারের জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ। কে
বা কারা ব্যাগ ভর্তি তাজা বোমা মাঠের মধ্যে রেখেছে তা খতিয়ে দেখছে সামশেরগঞ্জ
থানার পুলিশ।
জানা
গেছে রবিবার রাতে বলবলপাড়া এলাকার একটি ইট ভাটা সংলগ্ন ফাঁকা মাঠে
হানা দেয় সামসেরগঞ্জ থানার পুলিশ। তারপর সেখানে থাকা একটি সেগুন গাছের পাশে
ব্যাগের ভেতরে তাজা বোমা গুলো দেখতে পায় পুলিশ। বোমা উদ্ধারের পর এলাকাটি ঘিরে
রেখে পুলিশ পিকেট বসানো হয়। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াড
টিমকে। সেখানে কারা বোমা গুলি রেখেছে সেই বিষয়টি তদন্ত করে
দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ