নিউজ ডেস্ক: মুল গর্ভগৃহ থেকে সরবেন মা তারা! পরিবর্তে চন্দ্রচূড় ভৈরব মন্দিরে পূজিত হবেন মা। এবার এমনই সিদ্ধান্তের কথা জানাল তারাপীঠ মন্দির কমিটি। কিন্তু কেন?
প্রতিদিন দর্শনার্থীদের আগমনের কারণে দীর্ঘদিন মন্দিরের গর্ভগৃহের ভিতরে সংস্কারের কোনও কাজ হয়নি। এবার সেই কাজই করানো হবে বলে জানিয়েছে মন্দির কমিটি। তাই সোমবার ভোরে চন্দ্রচূড় ভৈরব মন্দিরে অধিষ্ঠিত করে মঙ্গল আরতি করা হবে মায়ের। আগামী ২৫ অগাস্ট পর্যন্ত ওই মন্দিরেই থাকবেন মা। সংস্কারের কাজ সম্পূর্ণ হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় মূল মন্দিরের গর্ভগৃহে ফিরিয়ে আনা হবে মা তারাকে। তবে আগামী ৫ দিন চন্দ্রচূড় ভৈরব মন্দিরে মায়ের দর্শন পাবেন সকলে। পূন্যার্থীরা পুজোও দিতে পারবেন।
এই প্রসঙ্গে মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, “করোনা মহামারীর কারনে বিগত কয়েক বছর মন্দিরের ভিতরের অংশ সংস্কার করা হয়নি। সামনেই কৌশিকী অমাবস্যা। সেই তিথিতে তারাপীঠে প্রচুর পূর্ন্যার্থীর সমাগম হয়। তাই তার আগে সংস্কারের কাজ সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” সেই সঙ্গে তিনি আরও জানান, বর্তমানে রেলের কাজ চলায় তারাপীঠে লোকজনের সংখ্যা কম। সেই সুযোগকে কাজে লাগিয়ে সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে “মায়ের পুজো দিতে যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়, বিষয়টি মাথায় রেখে চন্দ্রচূড় ভৈরব মন্দিরে মা তারাকে অধিষ্ঠিত করে পুজোর ব্যবস্থা করা হয়েছে”, বলেন তারাময়।