নিউজ ডেস্ক: ধূপগুড়ি উপনির্বাচনে
বিজেপি প্রার্থীর হয়ে ঝড় তুললেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তাপসী রায়ের সমর্থনে
এদিন দেখা গেল জনস্রোত।
ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ধূপগুড়িতে উপনির্বাচনে বিজেপির প্রচারে এলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সোমবার দুপুরে মতুয়া সংগঠনের
তরফে বিজেপি প্রার্থীর সমর্থনে একটি র্যালির আয়োজন করা হয়। সেই র্যালিতে যোগ
দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ধুপগুড়ি বাস টার্মিনাস এলাকা থেকে
শহরের নেতাজি পাড়া হয়ে একটি বেসরকারি ভবনে শেষ হয় র্যালিটি। প্রার্থী নির্বাচনকে
কেন্দ্র করে দলীয় কোন্দলের বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি
বলেন, সকলেরই টিকিট পাওয়ার একটা আশা থাকে। টিকিট বিতরণ
পর্যন্ত এরকমটা হবেই আবেগের মুখে স্বাভাবিক। এখন সব সমস্যা মিটে গেছে আমরা জয়ের
ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী। ধুপগুড়ি উপ নির্বাচনে এবার বিজেপি ফের জয়লাভ করতে
চলেছে বলে দাবি মন্ত্রীর।