নিউজ ডেস্ক: সেলেবদের দেখে ডেস্টিনেশন ওয়েডিংয়ের ইচ্ছা জাগেনি এমনটা খুব কম হয়। সেই ইচ্ছের জন্যই মধ্যবিত্ত পরিবারে তিল তিল করে টাকা জমিয়ে স্বপ্নপূর করতে চান অনেকে। তেমনটাই চেয়েছিলেন বস্টনের বাসিন্দা এক যুগল। বাগদান পর্ব মিটে গিয়েছিল আগেই। সপ্তাহ দুয়েক পরে বিয়ের আসর বসার কথা ইটালিতে। সারা হয়ে গিয়েছিল সব পরিকল্পনাও। তবে এখন তীরে এসে তরী ডোবার পরিস্থিতি হয়েছে। কারণ? পোষ্য কুকুরে বরের পাসপোর্টের অর্ধেক চিবিয়ে খেয়ে ফেলেছে।
দক্ষিণ বস্টনের বাসিন্দা ডোনাটো ফ্রাটারোলি। ইতালিতে বিয়ের প্ল্যান করেন তিনি ও তাঁর বাগদত্তা। অগাস্ট মাসের ৩১ তারিখে ইতালিতে বিয়ে করবেন তাঁরা। তাই ২৩ তারিখেই ইতালি রওনা দেওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু বিয়ের আগে শেষমুহূর্তের কিছু কেনাকাটা করার সময় বাইরে বেরিয়েছিলেন তিনি। সেই সময়ই তাঁর পোষ্য কুকুর চিকি পাসপোর্টের অর্ধেক খেয়ে ফেলে।
আপদকালীন পাসপোর্ট করার জন্য আবেদন করেছেন তিনি। বিয়ের কথা শুনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পাসপোর্ট অফিসের আধিকারিকেরা। প্রয়োজনীয় নথিপত্র জমা করেছেন তিনি। যদিও এক সপ্তাহের মধ্যেই পাসপোর্ট এসে যাওয়ার কথা। তা দ্রুত নতুন পাসপোর্টের প্রক্রিয়া শেষ করার বিষয়ে আশ্বস্ত করেছেন আধিকারিকেরা।