নিউজ ডেস্ক: ফের রাজ্যের বাম নেতৃত্বকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় সরাসরি বাম ছাত্র সংগঠনকে তীব্র কটাক্ষ করলেন তিনি। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের একটি অনুষ্ঠানে তিনি বললেন, “যাদবপুর নিয়ে আগে আমরা গর্ব করতাম। অথচ সিপিএম’র ইউনিয়ন একটা ছেলেকে মেরে ফেলল।” সেই সঙ্গে আরও কড়া ভাষায় তিনি বলেন, “এত রক্ত নিয়েও এরা বদলায়নি। এরা জীবনে বদলাবে না।”
যাদবপুরকাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। গত ৯ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে মৃত্যু হয় প্রথম বর্ষের এক ছাত্রের। ঘটনার কারণ হিসাবে উঠে এসেছে র্যাগিং। ইতিমধ্যেই এই ঘটনায় ১৩ জনকে গ্রেফতারও করেছে কলকাতা পুলিশ। তবে রাজনৈতিক চাপানউতর তুঙ্গে। বহিরাগতদের হস্টেলে অবাধ বিচরণ, পাস আউট ছাত্রদের হস্টেলে অবস্থান, এই সব নিয়ে বারবার রাজ্যের শাসক শিবিরকে কটাক্ষ করেছে বিরোধীরা। এবার সেই কটাক্ষের জবাবে সিপিএম’র দিকেই আঙুল তুললেন মমতা।
অবশ্য এর আগেও যাদবপুরকাণ্ডে নাম না করে বাম ছাত্র সংগঠনকে কাঠগড়ায় তোলেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “যাদবপুরের ছেলেটিকে অত্যাচার করে মেরেছে। ওঁর বাবার সঙ্গে আমি ফোনে কথা বলেছি। ওঁর বাবা বলেছেন, ও খুব কাঁদত। বলত, খুব অত্যাচার হচ্ছে।” তারপরই মমতা বলেন, ‘ওটা আতঙ্কপুর হয়ে গিয়েছে’।
উল্লেখ্য, এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠান থেকে ইমাম, মোয়াজ্জেম এবং পুরোহিতদের ৫০০ টাকা অতিরিক্ত ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।