নিউজ ডেস্ক: লোকসভার ভোট যত এগিয়ে আসছে, ততই রাজনীতির ময়দানে তরজা বাড়ছে শাসক-বিরোধীদের। বিজেপি নেতৃত্বাধীন NDA জোটের মোকাবিলায় কংগ্রেসসহ ২৬ টি বিরোধী দল নিয়ে গঠিত হয়েছে INDIA জোট। ২৪-এ মোদীর বিজয় রথ আটকাতে আদাজল খেয়ে ইতিমধ্যেই নেমে পড়েছে সদ্য প্রতিষ্ঠিত এই জোট। তবে রাজনীতির অঙ্গনে যে যুদ্ধই চলুক না কেন, আগামী লোকসভা নির্বাচনে কার ভাগয়ে ছিঁড়বে শিকে, তা ঠিক করবে জনগণের রায়। সম্প্রতি দেশ জুড়ে এবিপি নিউজ ও সি ভোটার একটি সমীক্ষা চালায়, যেখান থেকে উঠে আসে আগামী প্রধানমন্ত্রী হিসেবে কাকে প্রথম পছন্দ জনগণের।
৭ হাজার ৬৯৬ জনকে নিয়ে করা এই সমীক্ষা থেকে উঠে এসেছে, এখনও দেশের ৬২% নাগরিকের প্রথম পছন্দ হলেন নরেন্দ্র মোদী। অন্যদিকে প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীকে দেখতে ইচ্ছুক মাত্র ১৯% লোক। আর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জন্য হাত তুলেছেন ৬% মানুষ। এদিকে, বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থীদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সমীক্ষা অনুযায়ী, প্রধানমন্ত্রীর দৌড়ের ধারে কাছে নেই তাঁর নাম। ২.৭% ব্যক্তির পছন্দের প্রার্থী তিনি।
উল্লেখ্য, গত ১৮ জুলাই থেকে ১৯ অগাস্ট পর্যন্ত চালানো হয়েছে সমীক্ষাটি। বিপুল সংখ্যক জনগণকে নিয়ে সমীক্ষাটি চালানো না হলেও এক প্রকার নিশ্চিত, INDIA জোট তৈরি করেও মোদীর সমর্থনের ধারেকাছে পৌঁছতে পারেনি বিরোধী শিবির। এদিকে মোদীর বিরুদ্ধে রাহুলের পরিবর্তে প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার পক্ষপাতী কংগ্রেসেরই একাংশ। মোদীর বিরুদ্ধে এবার বেনারস লোকসভা কেন্দ্রে এবার প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে প্রিয়াঙ্কার। তবে আপাতত প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মোদীকে টক্কর দেওয়ার মতো যে দ্বিতীয় কেউ নেই, তা এক প্রকার পরিষ্কার।