নিউজ ডেস্ক:
আগামীকালই চাঁদের মাটিতে অবতরণের কথা ছিল চন্দ্রযান ৩-এর। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা।
বুধবার সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে চাঁদের মাটিতে অবতরণের কথা ছিল চন্দ্রযানের। ল্যান্ডার
বিক্রম নামবে চাঁদের অজানা-অচেনা দক্ষিণ মেরুতে। সফল সফট ল্যান্ডিংয়ের বিষয় আশাবাদী
এবং আত্মবিশ্বাসী ইসরো। তা সত্ত্বেও প্ল্যান-বি রেডি রেখেছেন ভারতের মহাকাশ বিজ্ঞানীরা।
এই মুহূর্তে কোনোরকম ঝুঁকি নিতে চাইছে
না ইসরো। ইসরোর আমেদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের
ডিরেক্টর নীলেশ এম দেসাই বলেন, ‘বুধবার সন্ধের জন্যই অপেক্ষা করছি আমরা। প্রথমে ভালো
করে পরীক্ষা করে দেখা হবে ওই নির্দিষ্ট সময় চাঁদে অবতরণের জন্য সঠিক কিনা। আবহাওয়া,
যান্ত্রিক বিষয় সংক্রান্ত সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। বোঝার চেষ্টা করা হবে আদৌ ওই
সময়টি চন্দ্রযান ৩-এর অবতরণের জন্য উপযুক্ত কিনা, তবেই ল্যান্ডিং হবে।’ তাঁর আরও সংযোজন,
‘ল্যান্ডার বিক্রমের স্বাস্থ্য, চাঁদের আবহাওয়া পরখ করে দেখা হবে। এর জন্য অবতরণের
আগে দু’ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। ওই দু’ঘণ্টার মধ্যেই ল্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া
হবে। তবে কোনও ঝুঁকি থাকলে ২৩ অগাস্ট সন্ধে চাঁদে অবতরণ করানো হবে না চন্দ্রযান ৩-কে।
সে ক্ষেত্রে আমরা ল্যান্ডিং করাব আগামী ২৭ অগাস্ট।’
প্রসঙ্গত, গত ১৪ জুলাই ইসরোর সতীশ ধাওয়ান
স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-৩। সেই উৎক্ষেপণের দিনটিও
কিন্তু, একাধিকবার পিছিয়ে দেওয়া হয়। প্রথম ১২, তারপর ১৩ এবং সবশেষে ১৪ জুলাই দিনটিকে
বেছে নেয় ইসরো।