নিউজ ডেস্ক: এ যেন প্রকৃতির
ধ্বংসলীলা! হিমাচলের পর এবার প্রকৃতির কোপে উত্তরাখণ্ড। সোমবার ফের ধস নামল উত্তরাখণ্ডে।
তেহরিতে রাস্তা ধসে গিয়ে ধ্বংসাবশেষের নীচে চাপা পড়েছে অনেক গাড়ি। উদ্ধারকাজে নেমে
সেই ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হল ৪ মাসের শিশু সহ ৩ জনের দেহ। প্রকৃতির রোষানলের কোপে
বাদ পড়ল না শিশুও।
তেহরি জেলার চম্বা এলাকায় এদিন ভয়াবহ
ধস নামে। উদ্ধারকাজ শুরু হলে ধ্বংসাবশেষের নীচে চাপা পড়া একটি গাড়ির ভিতর থেকে ৪
মাসের শিশু সহ দুই মহিলার দেহ উদ্ধার হয়েছে। তাঁদের পরিচয়ও জানা গিয়েছে। মৃতরা হল,
পুনম খাণ্ডুরি, তাঁর ৪ মাসের ছেলে এবং তাঁর ননদ সরস্বতী দেবী। ধ্বংসস্তূপ চাপা পড়েই
তাঁদের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: Chandrayaan 3: পিছিয়ে গেল অবতরণ! কবে চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান?
জানা গিয়েছে, এদিন দুপুরে তেহরি জেলার
চম্বা থানার কাছেই একটি ট্যাক্সি স্ট্যান্ডে ভয়াবহ ধস নামে। ঘটনায় বহু গাড়ি ধ্বংসাবশেষের
নীচে চাপা পড়ে গিয়েছে। ধসের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা।
তারপর উদ্ধারকাজ শুরু করে পুলিশ। পরে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী অত্যাধুনিক মেশিন
দিয়ে উদ্ধারকাজ শুরু করে। এরপর সন্ধ্যায় ধ্বংসাবশেষের নীচে থেকে শিশু-সহ ৩ জনের দেহ
উদ্ধার হয়।
বর্ষায় বিধ্বস্ত
উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে আরও বৃষ্টির পূর্বাভাস জারি করল মৌসম ভবন। মঙ্গলবার
থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুই রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা
সতর্কতা জারি করেছে মৌসম ভবন। ভারী বর্ষণের কারণে হড়পা বানের পরিস্থিতি তৈরি হতে পারে
বলে আশঙ্কা। ধস নামারও আশঙ্কা করা হয়েছে।