নিউজ ডেস্ক: প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসার আমন্ত্রণে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ, বহু চর্চিত ১৫তম ব্রিকস(BRICS) সম্মলেন এবার আয়োজিত হয়েছে দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে। ২২ থেকে ২৪ অগাস্ট পর্যন্ত চলা এই সম্মেলনে বক্তব্য রাখার পাশাপাশি ব্রিকস ভুক্ত দেশগুলির রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন মোদী।
প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, এদিন দুপুর ৩টে ৫৫মিনিটে স্যান্ডটন কনভেনশন সেন্টারে উপস্থিত হবেন মোদী। বিকেল ৪টেয় ‘ব্রিকস বিজনেস ফোরাম লিডারস্’এ বক্তব্য রাখবেন তিনি। এরপর ব্রিকস’এর অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাতের পর প্রেসিডেন্ট সিরিলের আমন্ত্রণে নৈশ্যভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
ভারত, চিন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়াকে নিয়ে তৈরি হয়েছে ব্রিকস(BRICS)। প্রথমে এই সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদান নিয়ে খানিক অনিশ্চয়তা তৈরি হলেও অবশেষে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিলেন তিনি। তবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবারের সম্মেলন। এই বছর ৩০’এ পা দিল দক্ষিণ আফ্রিকা এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক।
অন্যদিকে, সীমান্ত সমস্যার মধ্যে এই সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিংপিনের সঙ্গে মুখোমুখি হতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী। যদিও চিনা প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠক নিয়ে স্পষ্ট কোনও সিদ্ধান্ত জানায়নি বিদেশ সচিব। পিএমও(PMO)র তরফে প্রকাশিত বিবৃতিতে প্রধানমন্ত্রী জানিয়েছেন, জোহানেসবার্গে উপস্থিত সকল রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আগ্রহি তিনি। মূলত বাণিজ্যিক এবং দেশীয় অর্থনীতিতে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে এই বৈঠক করবেন মোদী।
তবে ২০২০’র লাদাখ সংঘর্ষের পর এই প্রথম মুখোমুখি হবে দুই রাষ্ট্রনেতা। এছাড়া, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর ফের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হতে চলেছে মোদীর। যদিও সশরীরে নয়, সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন পুতিন। সম্মেলন শেষে ২৫ অগাস্ট গ্রিস সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে প্রেসিডেন্ট কিরাকোস মিতসোতাকিস’র সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন তিনি।