নিউজ ডেস্ক: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান ৩। শুধু গোটা ভারতই নয় সারা বিশ্ব তাকিয়ে রয়েছে ইসরোর দিকে। ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফ্ট ল্যান্ডিং করার কথা থাকলে মসৃণ জায়গা খুঁজে না পাওয়ায় সময় নিচ্ছেন বিজ্ঞানীরা। চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের সাফল্যের জন্য গোটা দেশ যখন উন্মুখ হয়ে আছে, তখনই চন্দ্রযান ৩-কে নিয়ে মজা করার জন্য আটক হলেন অভিনেতা তথা রাজনীতিবিদ প্রকাশ রাজ।
সোশ্যাল মিডিয়াতে চন্দ্রযান ৩ নিয়ে একটি কার্টুন পোস্ট করে বসেন প্রকাশ। তাতে দেখা যাচ্ছে কৃষ্ণকায় এক চা বিক্রেতা এক মগ থেকে অন্য মগে অদ্ভুদ কায়দায় চা ঢালছেন। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন ‘বিক্রম ল্যান্ডারের পাঠানো চাঁদের প্রথম ছবি’। সেই ছবি দেখেই কার্যত ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। চূড়ান্ত ট্রোলিং হতে হয় তাঁকে। পাল্টা যুক্তি দিলেও তা ধোপে টেকেনা। এবার দিন পেরোতেই তাঁকে আটক করে কর্ণাটকের পুলিশ।
চন্দ্রযান ৩ নিয়ে কুৎসা করার জন্য তাঁর নামে অভিযোগ জমা হয়েছে বলেই জানান কর্ণাটকের বাগালকোট জেলার পুলিশ। কয়েকটি হিন্দু সংস্থার নেতারা প্রকাশ রাজের বিরুদ্ধে বাগালকোটের বনাহাট্টি থানায় অভিযোগ জানান বলেই পুলিশ সূত্রে খবর। তাঁরা প্রকাশের বিরুদ্ধে পুলিশকে পদক্ষেপ নিতেও অনুরোধ করে। তাঁদের মতে এই মিশনের সঙ্গে অনেকগুলি মানুষের অক্লান্ত পরিশ্রম জুড়ে রয়েছে। সারা দেশের মানুষ আশা নিয়ে তাকিয়ে আছে সাফল্যের জন্য। সেক্ষেত্রে এমন ঘটনা নিন্দনীয়। অভিযোগ পেয়ে মঙ্গলবারই অভিনেতাকে আটক করে পুলিশ।