নিউজ ডেস্ক: বিগত কয়েক মাস ধরে দেশে আনাজপাতির দাম বেড়েছে হু হু করে। টমেটোর দাম রেকর্ড
গড়েছে। আর এবার পেঁয়াজের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টোম্যাটোর মতোই দেশের
বাজারে পেঁয়াজের দামও যাতে ধরাছোঁয়ার বাইরে চলে না যায়, তা নিয়ন্ত্রণে পেঁয়াজ রফতানিতে
৪০ শতাংশ শুল্ক আরোপ করল কেন্দ্রীয় সরকার। এতে দেশের বাজারে পেঁয়াজের জোগান বৃদ্ধি
পাবে, এর ফলে চাহিদার সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব হবে।
বাজারে পেঁয়াজের দামে এখনও আগুন লাগেনি।
তবে সরকারের বিশেষজ্ঞেরা আশঙ্কা করছেন, সেপ্টেম্বরেই পেঁয়াজের দাম আকাশ ছুঁতে পারে।
সে জন্য আগেভাগেই প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে ২০২৩ সালের
৩১ ডিসেম্বর পর্যন্ত এই ৪০ শতাংশ শুল্কহার জারি থাকবে পিঁয়াজের দামে।
পেঁয়াজের ওপর ৪০ শতাংশ রফতানি শুল্ক
চাপানোর পরই বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলনে নেমেছেন মহারাষ্ট্রের কৃষকরা। এদিকে পেঁয়াজ
রফতানিকারক ব্যবসায়ীরাও সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। এই আবহে কেন্দ্রীয়
উপভোক্তা বিষয়ক মন্ত্রকের সচিব রোহিত কুমার সিং সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, ‘পেঁয়াজের
ওপর রফতানি শুল্ক আরোপের সিদ্ধান্ত আগাম নয়। দেশের বাজারে যাতে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি
পায় এবং মূল্য নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়, তার জন্য এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত।’