নিউজ ডেস্ক: শাহরুখ খানের সুপার হিট কমেডি ছবি বাদশার কথা মনে আছে তো? সেখানে একটি তদন্তের জন্য তাঁকে দেওয়া হয়েছিল বিশেষ কিছু গ্যাজেট, যার মধ্যে ছিল একটি অদ্ভুত চশমা। সেই চশমায় ছিল এমন সিস্টেম, যাতে পোশাকহীন অবস্থায় দেখা যেত মানুষকে। কিন্তু সে তো গেল রিল, রিয়েল লাইফে কি সত্যিই তা হয়! বাদশা ছবি দেখেই হোক কিংবা মনের শখেই হোক, মানুষকে পোশাকহীন অবস্থায় দেখার বাসনায় এবার বড় প্রতারণার স্বীকার হলেন কানপুরের এক বৃদ্ধ।
৭২ বছর বয়সি ওই বৃদ্ধের শখ হয়েছিল মানুষকে পোশাকহীন অবস্থায় দেখবেন। আর এই উদ্ভট কিংবা বিকৃত বাসনাকে হাতিয়ার করেই তাঁর মাথায় হাত বুলিয়ে বড় অঙ্কের দাঁও মেরে দিলেন কলকাতারই ৩ ব্যক্তি। জানা যাচ্ছে, বৃদ্ধের ওই শখ পূরণ করার প্রতিশ্রুতি দিয়ে তারা তাঁকে একটি জাদু আয়না কেনার পরামর্শ দেন, যাতে নাকি পোশাকহীন অবস্থায় দেখা যাবে যে কাউকে! আর এই ফাঁদে পা দিয়ে ৯ লাখ টাকা দিয়ে সেই আয়না কিনেও ফেলেন বৃদ্ধ। আয়না কেনার পর বৃদ্ধ বুঝতে পারেন তাঁকে বোকা বানানো হয়েছে।
এরপরই পুলিশের দ্বারস্থ হন বৃদ্ধ। অভিযোগ পেয়ে তদন্তে নামার পর ওই ৩ অভিযুক্তকে গ্রেফতার করে ভুবনেশ্বর পুলিশ। সূত্র মারফত খবর, বৃদ্ধকে নাকি অভিযুক্তরা জানিয়েছিলেন, ওই আয়নার আসল দাম প্রায় ২ কোটি টাকা। আর এই রকম জাদু আয়না ব্যবহার করে থাকেন NASA-র বিজ্ঞানীরা! শেষমেশ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হলেও বৃদ্ধের এই অদ্ভুত শখের জন্য তাঁকে যে ফ্যাসাদে পড়তে হলো, তা ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়ায়।