নিউজ ডেস্ক: দুষ্কৃতিদের নিশানায় ফের পাথর ব্যবসায়ী। বীরভূমে দুষ্কৃতিদের গুলিতে প্রাণ গেল এক পাথর ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে মহম্মদ বাজার থানা এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় পাথরপুরের ক্রাসার থেকে বাড়ি ফিরছিলেন বছর ৩২-র মৃত ব্যবসায়ী তাপস দাস। সারেন্ডা থেকে দর্শন দরিয়া যাওয়ার সময় বটতলার কাছে তার উপর হামলা করে দুষ্কৃতি। রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে তাপসকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর পরিবারের লোকজনকে খবর দেন তারা।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় তাপসের পরিবারের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে সিউরি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে পথ দুর্ঘটনায় তাপসের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হয়। কিন্তু চিকিৎসকরা জানান গুলির আঘাতে প্রাণ গেছে তার। ঘটনাপ্রসঙ্গে মৃতের দাদা রাজু দাস জানান, ঘাড়ে দুটি এবং পেটে তিনটি গুলি লেগেছে মৃত ব্যবসায়ীর। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মহম্মদ বাজার থানার পুলিশ। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি। পাশাপাশি, এই খুনের পিছনে আসল কারণই বা কি, তাও জানা যায়নি এখনও।
তবে এই প্রথম নয়। এর আগেও দুষ্কৃতি হামলায় প্রাণ গেছে বীরভূমের পাথর ব্যবসায়ীদের।