নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসের রেশ কাটতে না কাটতেই ফের উত্তপ্ত উপত্যকা। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সেনা-জঙ্গি সংঘর্ষে আহত নিরাপত্তাবাহিনীর এক জওয়ান। তবে জঙ্গি নিকেশের কোনও খবর পাওয়া যায়নি।
পুলওয়ামার লারো-পরিগাম এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তাবাহিনী। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা, কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ’র যৌথ বাহিনী। নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় জওয়ানরা।
প্রথমে লস্কর-ই-তোইবার শীর্ষস্থানীয় এক কমান্ডার সহ দুই জঙ্গি নিকেশের সম্ভাবনা তৈরি হয়। যদিও চিরুনি তল্লাশির পরও মৃত জঙ্গিদের দেহ পাওয়া যায়নি। তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে পরে ধারণা করা হয়। এদিকে, দু’দিন পরও মঙ্গলবার জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান জারি রেখেছে জওয়ানরা বলে স্থানীয় সূত্রে খবর। সেই সঙ্গে, পরিস্থিতি বেগতিক বুঝে বেশকিছু এলাকা থেকে স্থানীয়দের নিরাপদে স্থানান্তরিত করা হয়েছে বলেও খবর।
প্রসঙ্গত, সপ্তাহখানেক আগেই রাজৌরি জেলায় নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম হয় এক জঙ্গি। সেই ঘটনার একদিন আগে কুলগাম জেলায় সেনা-জঙ্গি সংঘর্ষে জঙ্গিদের গুলিতে শহিদ হন তিন সেনা জওয়ান। সেই রেশ কাটতে না কাটতেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু-কাশ্মীর।