নিউজ ডেস্ক: ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে
এশিয়া কাপের ভারতীয় স্কোয়াড। ক্যাপ্টেন রোহিত শর্মা এবং প্রধান নির্বাচক অজিত আগরকর
মিলে এশিয় কাপের স্কোয়াড ঘোষণার দিনই সুখবর পেল ভারতীয় ক্রিকেট ফ্যানরা। এদিনই ডিজনি
প্লাস হটস্টারের তরফে ঘোষণা করা হয়েছে এশিয়া কাপ ও ওডিআই বিশ্বকাপ সম্পূর্ণ বিনামূল্যে
দেখা যাবে। তবে শুধুমাত্র মোবাইল অ্যাপ থেকে। জিও সিনেমার পক্ষ থেকে ২০২৩ সালের আইপিএল
এবং ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারিত হয়েছিল সম্পূর্ণ বিনামূল্যে।
এবার ফি’র টোটকা নিয়ে হাজির ডিজনি
হটস্টার। পে ওয়াল সরিয়ে নিয়ে মোবাইলে হটস্টার ব্যবহারকারী ভারতীয় দর্শকদের বিনামূল্যে
এশিয়া কাপ ও ওডিআই বিশ্বকাপ দেখার সুযোগ করে দিচ্ছে অনলাইন স্ট্রিমিং সংস্থাটি। দেশের
দেশের কোনায় কোনায় ক্রিকেটকে ছড়িয়ে দিয়ে নয়া উদ্যোগ তাদের। টাকা পয়সা খরচ না করেই
মোবাইলে যে কোনও জায়গা থেকে ক্রিকেট ম্যাচ দেখার সুবিধে হটস্টারকেও ঘরে ঘরে পৌঁছে
দেবে। এই প্ল্যাটফর্ম অতীতে ২০২২ সালের এশিয়া কাপ, এরপর টি ২০ বিশ্বকাপ-সহ গুরুত্বপূর্ণ
টুর্নামেন্ট সম্প্রচারের স্বত্ব পেয়েছিল। এরপর প্রতিযোগিতায় ঢুকে পড়ে হটস্টারকে চ্যালেঞ্জের
মুখে ফেলে দেয় জিও সিনেমা।