নিউজ ডেস্ক: লুনা-২৫ ভেঙে পড়ার পর চন্দ্রযান-৩ অবতরণ নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না ইসরো। এই কারণে প্রয়োজনে বিক্রমের ল্যান্ডিং পিছিয়ে দেওয়ার চিন্তাভাবনাও করছিলেন বিজ্ঞানীরা। ইসরোর ‘স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার’-র অধিকর্তা নীলেশ এম দেশাই জানিয়েও দিয়েছিলেন, আবহাওয়া কিংবা যান্ত্রিক গোলযোগ থাকলে ল্যান্ডিং পিছিয়ে করে দেওয়া হতে পারে আগামী রবিবার ২৭ অগাস্ট। তবে শেষ খবর পাওয়া অব্ধি আগামীকালই অর্থাৎ পূর্ব নির্ধারিত ২৩ অগাস্টেই চাঁদের বুকে নামানো হবে বিক্রমকে। তবে সময়টা কিছুটা বাড়িয়ে করা হয়েছে সন্ধ্যা ৬ টা ৪ মিনিট।
প্রোপালশন মডিউলের থেকে ল্যান্ডার বিচ্ছিন্ন হওয়ার পর দুই দফায় কমিয়ে আনা হয়েছে চন্দ্রযানের গতিবেগ। চন্দ্রযান-২-এর ক্ষেত্রে এই গতি কমানোর কাজটিতেই ব্যর্থ হওয়ায় শেষ মুহূর্তে স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল চাঁদের দক্ষিণ মেরু ছোঁয়ার। তবে সূত্রের খবর, এ পর্যন্ত দুই দফা মিলিয়ে পরিকল্পনা অনুসারেই কমানো সম্ভব হয়েছে গতিবেগ। তবে ল্যান্ডিংয়ের সময় পালকের মতো চাঁদের মাটি ছোঁয়াই এখন ISRO-র প্রধান লক্ষ্য। এদিকে বিজ্ঞানীরা জানাচ্ছেন ৩০ কিলোমিটার উচ্চতা থেকে চাঁদে নামার সময় পর্যন্ত মোট ২০ মিনিট চন্দ্রযান এবং ISRO-র জন্য খুব চ্যালেঞ্জিং ব্যাপার। সম্পূর্ণ মিশনটির সাফল্য নির্ভর করছে এই ২০ মিনিট সময়ের উপর।
উল্লেখ্য, চন্দ্রযান-২-এর বিক্রম ল্যান্ড করতে না পারলেও এখনও চাঁদের চারদিকে প্রদক্ষিণ করছে এর অরবিটারটি। ইতিমধ্যে এই অর্বিটারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তুলতে সক্ষম হয়েছে চন্দ্রযান-৩-এর বিক্রম। আগামীকাল বিকেল ৫.২০ মিনিট থেকে অবতরণের লাইভ সম্প্রচার করা হবে ISRO-এর অফিসিয়াল সাইট থেকে। isro.gov.in সাইটে ক্লিক করে সেই সময় থেকে দেখতে পাওয়া যাবে এই সম্প্রচার। আপাতত, চাঁদের অধরা অঞ্চল ছোঁয়ার নেশায় বিশ্বরেকর্ড তৈরি করার আশায় বুক বাঁধছে ভারত।