নিউজ ডেস্ক: বাংলাদেশের তারকা জুটি পরীমণি ও শরিফুল রাজ, প্রতিদিনই কোনো না কোনো কারণে খবরের শিরোনামে থাকেন তাঁরা। কখনো তাঁদের বৈবাহিক অশান্তির জের আবার কখনো তাঁদের ছেলে রাজ্যর অসুস্থতার কারণে হাসপাতালে ছোটাছুটির খবর। সবেতেই শিরোনামে উঠে আসেন তাঁরা। কিন্তু এইবার একসঙ্গে হাসপাতালে ভরতি এই দম্পতি। জানা গিয়েছে শুক্রবার থেকে জ্বরে কাবু পরীমণি। অন্যদিকে ওই দিনেই আহত রাজ। রাজের একটি রক্তাক্ত ছবি প্রকাশ পেলে গুজব রটে এক ছবি নির্মাতার অফিসে কথাকাটাকাটি হয় তাঁদের। এরপরেই তা হাতাহাতির পর্যায়ে চলে গেলে একসময় আহত হন রাজ।
ছেলের জন্মদিনের পরেই সব মনোমালিন্য কাটিয়ে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন রাজ-পরীমণি। হাসি মুখে একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায় তাঁদের। কিন্তু তারপরেই এই তারকা দম্পতির হাসপাতালে ভরতির খবরে বেড়েছে জল্পনা। বে পরীমণি একা নন। তাঁর সঙ্গে হাসপাতালে ভরতি আরেক জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জাও। একসঙ্গে হাত ধরে পরীমণি ও তমা ছবি তুলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
স্পষ্টভাবে কোনো উত্তর না মেলায় শারীরিক নিগ্রহের জল্পনা উঠে এসেছিল। কিন্তু এইবার এই সব গুজব উড়িয়ে দিয়ে মুখ খুললেন শরিফুল রাজ নিজেই। বাংলাদেশি সংবাদমাধ্যম যুগান্তর-কে তিনি জানান ১৭ অগাস্ট সড়ক দুর্ঘটনার মুখে পড়েন তিনি। ঢাকার কাছে তেজগাঁও এলাকায় উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে শরিফুলের গাড়ির। তাতেই গাড়ির কাচ ভেঙে আঘাত লাগে তাঁর। ডাক্তারদের কথামতো এখন বিশ্রাম নিচ্ছেন তিনি। সেই সঙ্গে এটিও বলেন যে পরীমণির সঙ্গে দাম্পত্য কলহের মতো কোনো ঘটনা ঘটেনি। এমনকি পুরোটাই কেবল গুজব।