নিউজ ডেস্ক: জিনস-টি-সার্ট নয়, ফর্মাল পোশাকেই স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেতে হবে শিক্ষকদের। নয়া নির্দেশিকা জারি করে সাফ জানিয়ে দিল অসম সরকার। উল্লেখ্য, মাস কয়েক আগে শিক্ষকদের জন্যে একই রকম পোশাক পরার নিদান দিয়েছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার। এবার কী ধরণের পোশাক পরতে পারবেন শিক্ষ-শিক্ষিকারা, এবার সেই বিবরণ দিয়ে নির্দেশিকা জারি করল সরকার।
নির্দেশিকায় বলা হয়েছে, “উচ্চশিক্ষা বিভাগের শিক্ষকরা নিজেদের পছন্দ মতো পোশাক পরছেন। সম্প্রতি বিষয়টি রাজ্য সরকারের নজরে এসেছে। অধিকাংশ জনতাই বিষয়টি পছন্দ করছেন না।” সেই সঙ্গে নির্দেশিকায় আরও বলা হয়, “একজন শিক্ষককে শালীনতার প্রতীক হিসাবে মনে করা হয়। তাই কর্মক্ষেত্রে থাকাকালীন যথাযথ পোশাক পরা উচিত।” বিষয়টি পর্যবেক্ষণের পরই শিক্ষকদের ফর্মাল পোশাকের নির্দেশ দিয়েছে অসম সরকার।
নির্দেশিকা অনুযায়ী,
• পুরুষ শিক্ষকদের ক্ষেত্রে ফর্মাল সার্ট, প্যান্ট, ধুতি এবং পায়জামা পরার কথা উল্লেখ করেছে সরকার।
• মহিলা শিক্ষিকাদের ক্ষেত্রে সালোয়ার স্যুট, শাড়ি, মেখলা-চাদর এবং অন্যান্য ঐতিহ্যবাহী পোশাক পরার কথা উল্লেখ করেছে সরকার।
• পুরুষ এবং মহিলা উভয়কেই কর্মক্ষেত্রে পরতে হবে পরিস্কার এবং শালীন পোশাক।