নিউজ ডেস্ক: টানা বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের
নানান প্রান্তে। আলিপুরদুয়ারেও বৃষ্টি হছে অনবরত। খালের জল নদীর স্রোতের মত বইছে। এই স্রোতে ডেঙ্গু
মোকাবিলায় লক্ষাধিক গাপ্পি মাছের চারা ছাড়ল আলিপুরদুয়ার পুরসভা। মঙ্গলবার শহর জুড়ে
বিভিন্ন নর্দমায় গাপ্পি মাছের চারা ছাড়ল আলিপুরদুয়ার পুরসভা। আর এই সময়ে এই
গাপ্পি মাছের চারা ছেড়ে সমালোচনায় সরব হয়েছে বিজেপি। বিজেপির অভিযোগ শুধু টাকা নয়
ছয় করার জন্যই পুরসভা এই প্রকল্প হাতে নিয়েছে।
জেলা বিজেপির মুখপাত্র শংকর সিনহা এই প্রসঙ্গে
অভিযোগের সুরে বলেন, “ পুরসভা এখন বর্ষাকালে মাছের চারা ছাড়ছে। সব গিয়ে নদীর জলে মিশে
যাবে। টাকার শ্রাদ্ধ ছাড়া আর কিছু হবে না। কে কোথা থেকে কত টাকা
সরিয়েছে আগামী দিনে প্রকাশ হয়ে যাবে। কেন তড়িঘড়ি করে বর্ষাকালে মাছের চারা চারা হল
আমরা জানতে চাই”।
যদিও আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান বাবলু কর বলেন, “ মৎস্য দপ্তরের সহযোগিতায় গাপ্পি মাছের
চারা ছাড়া হয়েছে। বৃষ্টির পরিষ্কার জলেই ডেঙ্গির মশা জন্মায়। যেখানে জল আটকে থাকে সেই
জায়গাতেই গাপ্পি মাছ ছাড়া হয়েছে। জেলায় চার হাজার মিলিমিটার বৃষ্টি হয়েছে। সুইস গেট
বন্ধ আছে। মাছ পালিয়ে যাওয়ার আশংকা নেই। বিরোধীরা অহেতুক বিতর্ক তৈরি করছেন”।