নিউজ ডেস্ক: ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের ভূয়সী প্রশংসা করলেন মাইক্রোসফট-এর(Microsoft) সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। সেই সঙ্গে, ভারতীয় ডাক বিভাগে কর্মরতা এক মহিলার প্রশংসা করলেন তিনি। কিন্তু কেন?
মার্চে সপ্তাহ খানেকের জন্যে ভারত সফরে আসেন শিল্পপতি বিল গেটস। সফরে নানা পেশার মানুষের সঙ্গে দেখা করেন তিনি। রাজনীতিবিদ, ব্যবসায়ী, উদ্যোগপতি, চাকুরিজীবী, সমাজকর্মী সহ বিভিন্ন ধারার মানুষের সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা করেন তিনি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন ‘গেটস ফাউন্ডেশন’র(Gates Foundation) এই প্রতিষ্ঠাতা।
লিংডিনে(Linkdin)এ একটি ছবি শেয়ার করে তিনি বেঙ্গালুরুর পোস্ট পেমেন্টস্ ব্যাংকের ব্রাঞ্চ পোস্টমাস্টার কুসুমা কে-র কথা তুলে ধরেছেন। লিখেছেন, “দেশের অর্থনৈতিক পরিকাঠামো মজবুত করতে নিত্যদিন ডিজিটাল পাবলিক ব্যবস্থাকে ক্রমশ উন্নত করছে ভারত। এক সাধারণ পোস্ট অফিসের কর্মী কুসুমা স্মার্টফোন এবং বায়োমেট্রিকের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজের দেশকে ক্রমশ এগিয়ে নিয়ে যাচ্ছেন।”
সেই সঙ্গে একটি ভিডিওর লিংক শেয়ার করে গেটসের লিখেছেন, “তিনি শুধু সমন্বিত আর্থিক সুবিধা প্রদান করছেন না। নিজের সম্প্রদায়ের মানুষের কাছে আর্থিক আশা এবং আর্থিক ক্ষমতায়নের সুবিধাগুলিও তুলে ধরছেন তিনি।”
গেটস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্