নিউজ ডেস্ক: হাওড়া জেলা হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগ
উঠল। এই ঘটনায় অভিযুক্ত মহিলাকে শনাক্তকরণের চেষ্টা চলছে
বলে পুলিশ জানিয়েছে।
সোমবার
দুপুরে হাওড়া জেলা সরকারি হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
ডোমজুড়ের বাঁকড়া থেকে ১১ মাসের ওই শিশুটিকে ডাক্তার দেখানোর জন্য তার মা হাসপাতালে
নিয়ে এসেছিলেন। আউটডোরে ভিড় থাকার জন্য তিনি শিশুটিকে নিয়ে আউটডোরের বাইরে
অপেক্ষা করছিলেন। সেই সময় শিশুটির টয়লেটের জন্য তার মা বাইরের দোকান থেকে ন্যাপকিন কিনতে যাওয়ার সময় তার বাচ্চাকে পাশে বসা এক বোরখা
পরা এক অপরিচিত মহিলার কাছে রেখে যান। অভিযোগ, তিনি ফিরে এসে
দেখেন বাচ্চা নিয়ে বোরখা পরা ওই মহিলা সেখান থেকে চম্পট দিয়েছেন। হাসপাতাল
চত্বরে বাচ্চাকে খুঁজে না পেয়ে তার মা বাড়িতেও খবর দেন। বাড়ির লোকজন এবং
প্রতিবেশীরা হাসপাতালে ছুটে আসেন। এরপর সোজা হাওড়া
থানায় গিয়ে তারা শিশু চুরির অভিযোগ জানান। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।
হাসপাতালের সুপার জানান, “পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার
তদন্ত শুরু হয়েছে। তবে ঘটনাটি ঘটেছে পাবলিক প্লেসে। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে,
সর্বশেষ খবর অনুযায়ী এদিনই এক শিশুকে হাওড়া স্টেশনের চাইল্ড লাইন
মারফত উদ্ধার করা হয়”। তাকে উদ্ধারের পর পাঠানো হয় লিলুয়া
হোমে। হাওড়া থানা থেকে পুলিশের টিম রওনা হয় লিলুয়া হোমে। উদ্ধার হওয়া শিশুটি
নিখোঁজ শিশু কিনা তা জানতেই হোমে যায় পুলিশ। পরে শিশুটিকে শনাক্ত
করেন তার বাবা। এখন অভিযুক্ত মহিলার শনাক্তকরণের চেষ্টা
চলছে।