নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদীর আপন বোন বাসন্তীর কথা অনেকেই জানেন, কিন্তু তার আরেক বোন যে পাকিস্তানে
থাকেন সে কথা জানতেন কি? আর সেই পাকিস্তানি বোন আবার প্রতি বছর দিল্লি এসে রাখি পরিয়ে
যান মোদীকে। এ বছরও তার অন্যথা হবে না। মোদীর সঙ্গে কোনোরকম পারিবারিক সম্পর্ক না থাকলেও
গত ৩৫ বছর ধরে তার কাছেই পরম যত্নে রাখি পরেন নরেন্দ্র মোদী। নিজে হাতে রাখি বানিয়ে
পরাতে ভালোবাসেন এই পাক-মহিলা। সঙ্গে থাকে প্রাণভরা আশীর্বাদ। কিন্তু কে এই মোদীর পাকিস্তানি
বোন?
পাকিস্তানি এই বোনের
নাম কামার মহসিন শেখ। পাকিস্তানে জন্ম হলেও তার বিয়ে হয়েছে আমেদাবাদে। এখন থাকেন পাকিস্তানেই।
তবে শুধুমাত্র মোদীকে রাখি পরাতে পাকিস্তান থেকে ভারতে আসবেন কামার শেখ। তিনি জানান,
গত ৩৫ বছর ধরেই মোদীকে চেনেন তিনি। মোদী যখন আরএসএসের কর্মকর্তা ছিলেন তখন রাখি পরিয়ে
কামার মহসিন শেখ তাঁকে আশীর্বাদ করেছিলেন যেন তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী হতে পারেন।
আশীর্বাদ ফলেছিল বাস্তবেও। সেই থেকেই প্রতি বছর প্রধানমন্ত্রীকে রাখি পরান কামার মহসিন
শেখ।
করোনা মহামারির কারণে
বেশ কিছু বছর যাবৎ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি কামার মহসিন শেখ। তবে এবার
তাঁর সঙ্গে দেখা করে রাখির দিনটা তাঁর সঙ্গেই কাটাতে চান কামার। প্রতিবার রাখি পরিয়ে
কামার ঈশ্বরের কাছে কামনা করতেন যেন তিনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। তার কামনা
পূরণ হয়েছে। শুধু তাই নয়, দেশ পেরিয়ে বিদেশের মাটিতেও সর্বত্র মোদীর জয়জয়কার। এ বছর
রাখি পরাতে সুদূর পাকিস্তান থেকে ভারতে আসবেন প্রধানমন্ত্রীর এই পাকিস্তানি বোন কামার
মহসিন শেখ।