নিউজ ডেস্ক: অপেক্ষার আর ৭ ঘণ্টা! আজই সন্ধ্যা ৬ টা বেজে ৪ মিনিটে চাঁদের বুকে পালকের মতো নামতে চলেছে ভারতের মহাকাশ বিজয়ের সলতে চন্দ্রযান-৩। সন্ধ্যা পৌনে ছটা নাগাদ চাঁদের দিকে নেমে আসার প্রক্রিয়া শুরু করবে ল্যান্ডার। রাশিয়ার সুপার জায়েন্ট মহাকাশযান লুনা-২৫ মুখ থুবড়ে পড়ার পর গোটা বিশ্বের চোখ আজ চন্দ্রযানের দিকে। কারণ, সফট ল্যান্ডিং সফল হলে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণে প্রথম দেশ হবে ভারত। আর চাঁদের রহস্যময় এই অঞ্চলের অজানা তথ্য হাতে আসবে ভারতের।
ISRO সূত্রে খবর, সফল অবতরণের জন্য কটি বিন্দু খাপে খাপে সফল করাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। প্রথমত, সঠিক সময়ে সঠিকভাবে ল্যান্ডারের গতি নিয়ন্ত্রণ করা। দ্বিতীয়ত, অবতরণের সময় লম্বভাবে অর্থাৎ খাড়াভাবে রাখতে হবে ল্যান্ডারকে। আর শেষ চ্যালেঞ্জটি হল ISRO-র বেছে নেওয়া নির্দিষ্ট স্থানেই অবতরণ করানো বিক্রমকে। এই বিন্দুগুলি সঠিকভাবে সফল হলেই ইতিহাস গড়বে ভারত। আর অবতরণের শেষ ২০ মিনিটই যে সবচেয়ে শ্বাসরুদ্ধকর, তা ইতিমধ্যেই জানানো হয়েছে ISRO-র তরফে।
উল্লেখ্য, ল্যান্ডিং সফল হলে চন্দ্রযান থেকে বেরিয়ে এসে কাজ শুরু করবে রোভার প্রজ্ঞান। ৫০০ মিটার এলাকা পর্যন্ত হেঁটে গিয়ে কাজ করবে এই রোভার। ১৪ দিন ধরে চাঁদের দক্ষিণ মেরুর ভূমিরূপ, আবহাওয়া, জল-বরফের অস্তিত্ব সম্পর্কে তথ্য পাঠাবে তথ্য। NASA-র তরফে জানানো হয়েছিল, কয়েক কোটি বছর ধরে চাঁদের দক্ষিণ মেরুতে প্রবেশ করেনি সূর্যালোক। তাই দক্ষিণ মেরু বিজয় ISRO তথা ভারতের জন্য একটি অসামান্য গৌরবের কীর্তি রাখতে চলেছে, তা বলা চলে নিঃসন্দেহে।