নিউজ ডেস্ক: সেপ্টেম্বরের শুরুতে তিনদিনের জন্যে বন্ধ থাকবে স্কুল, কলেজ, দোকান, সরকার-বেসরকারি অফিস এবং ব্যাংক। কার্যত স্তব্ধ হয়ে পড়বে রাজধানী। অন্তত এমনটাই মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ঘোষিত সিদ্ধান্তের পর। কিন্তু কেন? উত্তর জি২০(G20) সম্মেলন।
বিশ্বের প্রধান অর্থনৈতিক দেশগুলির নেতাদের নিয়ে দিল্লির প্রগতী ময়দানে নবনির্মিত ভারত মন্দাপম কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে জি২০ সম্মেলন। সম্মেলন চলবে ৯ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু ৮ তারিখ থেকেই দিল্লি পৌঁছতে শুরু করবেন জি২০ ভুক্ত দেশের রাষ্ট্রনেতারা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হবে সারা শহর। এই পরিস্থিতিতে যানজটের চাপ এবং নিরাপত্তার ঝুঁকি এড়াতে ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণার অনুরোধ জানিয়ে মুখ্যসচিবকে চিঠি লেখেন দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার। সেই চিঠির উত্তরে সম্মেলনের ক’দিন ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।
বহু প্রতিক্ষিত জি২০(G20) সম্মেলনে যোগ দেওয়ার জন্যে সেপ্টেম্বরে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চিনা প্রেসিডেন্ট শি জিংপিন, ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রিউডো। সঙ্গে থাকবেন প্রতিটি দেশের শীর্ষ স্থানীয় সচিব, আধিকারিকরা। সম্মেলনে আন্তর্জাতিক অর্থনীতি সহ ভারতের সঙ্গে জি২০ দেশগুলির দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
হাইভোল্টেজ এই সম্মেলনের জন্যে ইতিমধ্যেই রাজধানীর নিরাপত্তা নিয়ে হোম ওয়ার্ক শুরু করে দিয়েছে পুলিশ। সূত্রে খবর, নিরাপত্তায় মোতায়েনের জন্যে মধ্যপ্রদেশের প্রশিক্ষণ কেন্দ্রে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের(ITBP) কাছে প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন দিল্লি পুলিশ ১৯ ‘মার্ক্সওমেন’, স্পেশাল উইপনস্ অ্যান্ড ট্যাক্টিস(SWAT)র মহিলা কমান্ডোর দল। সেই সঙ্গে, রাসায়নিক এবং জৈবিক অস্ত্র পরিচালনার জন্যে তাদের স্টাফদের প্রশিক্ষণের কাজ শুরু করে দিয়েছে দিল্লি পুলিশ। পাশাপাশি নিরাপত্তার জন্যে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, বুলেটপ্রুফ জ্যাকেট এবং এক্স-রে মেশিনে সেজে উঠেছে নিরাপত্তা বাহিনী।