নিউজ ডেস্ক: বাংলা ছবির অন্যতম জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয়ের চেয়েও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চায় থাকেন তিনি। আবার মাঝে মধ্য়ে বিতর্কেও জড়িয়ে পড়েন। বার বার সম্পর্কে জড়ানো ও তিন বার বিয়ে ভাঙার পরে তাঁর যেকোনো পোস্টই সোশ্যাল মিডিয়াতে হট কেক হয়ে দাঁড়ায়। তাঁর জীবন নিয়ে বাইরের দুনিয়ার যতই মাথা ব্যাথা থাকুক না কেন নিজের জীবনে বিন্দাস তিনি। বাইরের কোনো সমালোচনা তাঁকে ছুঁতে পারে না তা তাঁর সোশ্যাল মিডিয়া দেখেই বোঝা যায়। তবে এই বার সকলকে অবাক করে দিয়ে জন্মদিনে মহাকাশ পাড়ি দিলেন তিনি।
এই মুহূর্তে মহাকাশে চাঁদের মাটিতে পা দিতে অপেক্ষা করছে চন্দ্রযান ৩। কিন্তু তার আগেই মহাকাশে পৌঁছে তাক লাগিয়ে দিলেন এই টলি ডিভা। নিজের সোশ্যাল মিডিয়াতে এই সুখবর জানান তিনি। তা নিয়েই বুধবার সকাল থেকে রীতিমতো সরগরম টলিপাড়া। ১৩ অগাস্ট ছিল তাঁর জন্মদিন। সেই সূত্রে তাঁর জোডিয়াক সাইন বা রাশি হচ্ছে লিও বা সিংহ। জন্মদিনকে স্পেশাল বানানোর বিশেষ উদ্যোগ নিয়েছিলেন তিনি। ‘স্টারাকল ইন্টারন্যাশনাল স্টার ডিরেকটরি’র একটি সংশাপত্র প্রকাশ করে তিনি লেখেন যে তাঁর নাম অনুসারে একটি তারার নামকরণ করা হয়েছে।
‘লিও কনস্টেলেশন’ নক্ষত্রপুঞ্জে অবস্থিত একটি গ্রহের নামকরণ করা হয়েছে ‘শ্রাবন্তী’। অভিনেত্রীর পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে শ্রাবন্তী নামাঙ্কিত ওই নির্দিষ্ট নক্ষত্রের যাবতীয় তথ্য দেওয়া রয়েছে। এছাড়াও সংশাপত্রে বলা যে ২৮ জুলাই ২০২৩ সাল থেকে নিম্নে উল্লিখিত তারার নাম রাখা হয়েছে শ্রাবন্তী। ইন্ডাস্ট্রির সতীর্থ থেকে শুরু করে তাঁর অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন নতুন এই সাফল্যের জন্য। ২০২৪ সালে দেবী চৌধুরানীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। প্রথমবার জিতুর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।