নিউজ ডেস্ক: রাতভর বৃষ্টিতে জলস্তর বাড়ল
করল, তিস্তা ও জলঢাকা নদীর। জারী হয়েছে
সতর্কতা। পরিস্থিতি বেশ চিন্তাজনক বলে মনে করছে প্রশাসন।
জলপাইগুড়ি শহরের বুক চিড়ে বয়ে চলা করলা নদীর
জলস্তর বৃদ্ধি হওয়ায় চিন্তা বেড়েছে জলপাইগুড়ি
শহর বাসীর। মঙ্গলবার রাত থেকে থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়িতে। এর জেরে বুধবার সকালে থেকে জলস্তর
অনেকটাই বেড়ে গিয়েছে করলা নদীর। উদ্বিগ্ন নদীর পাড়ের বাসিন্দারা।
ইতিমধ্যেই
জল দাঁড়িয়ে গিয়েছে শহরের একাধিক এলাকায়। সেচ দফতরের রেকর্ড
অনুয়ায়ী গত ২৪ ঘন্টায় ১৩৪ দশমিক ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। আগামী
চব্বিশ ঘণ্টায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তাতে করলা নদীর
পাড়ের ১ ও ২৫ নম্বর ওয়ার্ডের নিচু মাঠ ও পরেশ মিত্র কলোনি প্লাবিত হওয়ার আশঙ্কা
তৈরি হয়েছে। বিপদ বুঝলে মানুষ জনকে যাতে আগে ভাবে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা যায় তার
জন্য প্রয়োজনীয় পদক্ষেপ শুরু হয়ে গিয়েছে বলে ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌষালি
দাস জানিয়েছেন।