নিউজ ডেস্ক: সুন্দরবনে কথায় আছে জলে কুমির
দাঙ্গায় বাঘ। সেই জলের কুমির চলে এল গ্রামে। তবে রাস্তায় নয় সরীসৃপ প্রজাতির এই প্রানী
কাকদ্বীপ থানার অন্তর্গত ফটিকপুর এলাকার একটি জলাশয়ে প্রেবশ করায়
হইচই বেঁধে যায় গ্রামে। মঙ্গলবার
রাতে স্থানীয় বাসিন্দারা দেখতে পান একটি কুমির হঠাৎ করেই পুকুরের
মধ্যে ঢুকে পড়েছে। যার যার এই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তড়িঘড়ি খবর
দেয়া হয় বনদপ্তর ও কাকদ্বীপ থানা পুলিশ প্রশাসনকে।
বুধবার সকাল থেকে বনদপ্তরের আধিকারিকরা সেই কুমিরটিকে
ধরার চেষ্টা করে। প্রান হাতে নিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর
জালবন্দি করা সম্ভব হয় কুমিরটিকে। বনদপ্তর সূত্রে জানা যায় কমিটির আনুমানিক
দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুটের কাছে। বর্ষার কারণে বিভিন্ন পুকুরে জল স্তর বেড়ে
যাওয়ার কারণেই লোকালয়ে ঢুকে পড়ছে এই কুমির। অবশেষে কাকদ্বীপ
প্রশাসন ও বনদপ্তর এর উদ্যোগে কম একটি জালবন্দি করার পরই নিয়ে যাওয়া হয়। কুমির
ধএয়া পড়ায় এখন স্বস্তিতে এলাকার মানুষ।