নিউজ ডেস্ক: কোথাও হচ্ছে যজ্ঞ, কোথাও চলছে সন্ধ্যা আরতি, কোথাও আবার হচ্ছে পুজো। ‘চন্দ্রযান-৩’এর সফলতা কামনায় মেতে উঠেছে গোটা দেশ। আট থেকে আশি, এখন সকলের নজর ভারতীয় গবেষণা সংস্থা ইসরো-এর(ISRO) পেজে।
মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা(ISRO)র তৈরি ‘চন্দ্রযান-৩’। সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ সম্পূর্ণ গতি কমিয়ে চাঁদের দিকে নামার প্রক্রিয়া শুরু করবে ল্যান্ডার ‘বিক্রম’। ‘সফট ল্যান্ডিং’ সফল হলে চাঁদের দক্ষিণ মেরুতে কোনও মহাকাশযান অবতরণে প্রথম দেশ হিসাবে নয়া ইতিহাস তৈরি করবে ভারত।
গতবার ঠিক এই পর্যায়ে এসে বিফল হয়ে গিয়েছিল ‘চন্দযান-২’ অভিযান। কিন্তু এবার ঝুঁকি এড়াতে সমস্ত রকম সতর্কতা গ্রহণ করেছে ভারতীয় বিজ্ঞানীরা। যদিও অবতরণের আগে পর্যন্ত খানিক ঝুঁকি থেকেই যায়। তবে ইসরোর এই অভিযানের সফলতার জন্যে অধীর আগ্রহে দেশবাসী। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে দেশবাসীর প্রার্থনার ছবি।
একদিকে যখন মহাকাশযানের সফলতার জন্যে মধ্যপ্রদেশে উজ্জয়নীর মহাকালেশ্বর মন্দিরে ভষ্ম আরতি সারলেন ভক্তরা। অন্যদিকে তখন দেশের সাফল্যের জন্যে উত্তরপ্রদেশের লখনউ-এর হাজরাত শাহ মীনা শাহ দরগায় নামাজ পড়লেন বিজেপি নেতা মোহসীন রেজা। এখানেই শেষ নয়। ‘চন্দ্রযান-৩’র সাফল্য কামনা করে বুধবার গুজরাতে সুরাতের হনুমান মন্দিরে যজ্ঞ করলেন স্থানীয়রা।
আবার নাগপুরে দেশের শুভকামনায় যজ্ঞ সারলেন এনসিপি দলের কর্মী-নেতারা। সেই সঙ্গে, মহাকাশযানের সাফল্য কামনায় গঙ্গা আরতি সারলেন বেনারসের পন্ডিতরা। ইসরো’র সাফল্য কামনায় মুম্বইয়ের শ্রী সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো সারলেন শিব সেনা কর্মী-নেতারা। তবে শুধু পুজো নয়। নাচ, পোস্টার আঁকা সবদিয়ে চন্দ্রযান-৩’র সাফল্য কামনা করলেন দেশবাসী।
‘চন্দ্রযান-৩’র সাফল্য কামনায় পিছিয়ে নেই বাংলাও। বুধবার পশ্চিম বর্ধমানে যজ্ঞ করে পুজো করলেন কুলটির বিজেপি কর্মীর। এছাড়া দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে ইসরোর এই অভিযানের মঙ্গল কামনায় যজ্ঞ করলেন বিজেপির টাউন মন্ডল কমিটি।