নিউজ ডেস্ক: নতুন
অটো রুট চালু হওয়ার কথা। উদ্বোধনের আগে এই রুট চালুর প্রতিবাদ
জানিয়ে পথ অবরোধ করেছেন টোটোচালকরা। জানা গেছে, টোটো ও অটো
দুটির পরিচালনায় রয়েছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। তৃণমূলের অটো ও টোটো শ্রমিক সংগঠনের অন্তর্কলহে তৈরি
হয়েছে অচলাবস্থা।
টোটোচালকদের বক্তব্য, টোটো চালিয়ে তাঁদের সংসার চলে। গোটা চল্লিশ টোটো চলাচল করে এই স্ট্যান্ড
থেকে। এর পাশাপাশি অটো চালু হলে তাদের রুজি রুটি নষ্ট হবে। অটোরুট
চালু নিয়ে তাদের ইউনিয়নের সঙ্গে কোনও আলোচনাই হয়নি। উচ্চনেতৃত্বও কিছু জানেন না
বলে অভিযোগ। তাদের আরও অভিযোগ, আরটিওতে পয়সা খাইয়ে এই রুট
চালু করা হচ্ছে।
যদিও অটোচালকদের
বক্তব্য,
“সরকারি নির্দেশে উচ্চনেতৃত্বের সঙ্গে আলোচনা ও অনুমোদনসাপেক্ষে এই
রুট চালু করা হচ্ছে”।