নিউজ ডেস্ক: এবার গ্রাহকদের সতর্ক করল জনপ্রিয় সংস্থা অ্যাপেল। রাতে ফোন ঘেঁটে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়া অনেকেরই অভ্যাস। বেশির ভাগ ক্ষেত্রে মাথার পাশেই ফোন রেখে ঘুমিয়ে পড়ে অনেকে। কিন্তু এই অভ্যাস অত্যন্ত ক্ষতিকর, সেটাই ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপেল। সম্প্রতি অ্যাপেলের তরফে জানানো হয়েছে অনলাইন ইউজার গাইড আনবে সংস্থা।
সংস্থার তরফে জানানো হয়েছে যে বর্তমানে রাত জেগে ফোন ঘাটার প্রবণতা বাড়ছে। গেম খেলা হোক বা ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা ওয়েবসিরিজ দেখা রাতেই সকলে বেশি উপভোগ করে। ফলে ফোনের ব্যাটারি ফুরিয়ে যাওয়ায় চার্জে দিয়েই ফের সিনেমায় মশগুল হয়ে যায়। অনেকে চার্জে দেওয়া ফোন হাতে নিয়েই ঘুমিয়ে পড়ে। ফলে বিদ্যুৎ সংযোগ ছাড়াও রেডিয়েশনের প্রভাবে দেহের ক্ষতি হয়।
এই সমস্ত কথা মাথায় রেখেই ফোন চার্জ করা নিয়ে নয়া গাইডলাইন আনছে অ্যাপেল। তাতে বলা হয়েছে মোবাইল সমতল পৃষ্ঠের উপর রেখে চার্জ দেওয়া উচিৎ। বালিস কিংবা কম্বলের উপর রেখে সঠিক পদ্ধতি নয়। টেবিলবা আলমারির মাথায় চার্জ দিতে হবে। এমনকি সেই ইউজার গাইডে উল্লেখ রয়েছে যে অ্যাপেলের আইফোন চার্জে বসানোর সময় তাপ নির্গত হয়। ফলে খোলামেলা সঠিক পরিবেশ না পেলে তাতে আগুন লেগে যাওয়ার সম্ভবনা রয়েছে। তাই বিছানার উপর ফোন চার্জ দিলে সেই সম্ভবনা থেকেই যায়।