নিউজ ডেস্ক: মিজোরামে ভয়াবহ ব্রিজ দুর্ঘটনা। শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, “এই ঘটনায় তিনি শকাহত। আহতদের সুস্থতা কামনা করেছেন তিনি। মৃতদের জন্য দুই লক্ষ ও আহতদের জন্য পি এম কেয়ার ফান্ড থেকে ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছেন মোদী।
এই দুর্ঘটনায় মালদার ইংরেজ বাজারের কোকলা মারি, নাগরায় এবং পুখুরিয়া থানার চৌদুয়ার এলাকার কমপক্ষে ১৭ জন পরিযায়ী শ্রমিক মারা গেছে বলে সূত্রের খবর। সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে প্রায় একমাস আগে শ্রমিকের কাজে সুত্রে মিজোরাম গিয়েছিল। মিজোরামের রাজধানী আইজলের কাছে ভেঙে পড়ে নির্মীয়মাণ রেলসেতু। মৃত ১৭ জন শ্রমিক। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছেন বহু। এদের মধ্যে রয়েছেন বাংলার আরও কিছু শ্রমিক থাকতে পারেন বলে অনুমান।
জানা গিয়েছে মিজোরামের রাজধানী আইজল থেকে ২১ কিলোমিটার দূরে সাইরঙ এলাকায় একটি নির্মীয়মাণ ওভারব্রিজ হঠাৎই ভেঙে পড়ে। কমপক্ষে ১৭ জন মারা গেলেও আহত হয়েছেন আরও অনেকে। শুরু হয়েছে উদ্ধারকাজ। আহত ও নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে মিজোরাম প্রশাসন। সোশ্যাল মিডিয়ায় মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জানিয়েছেন উদ্ধারকাজ চলছে জোরকদমে। ঘটনাস্থলে পৌঁছেছে রেল প্রশাসন। অন্যদিকে রাজ্যের তরফে মিজোরাম প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন মুখ্যসচিব।