নিউজ ডেস্ক: ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’এর দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলেছে ভারত। জোহানেসবার্গে ব্রিকস-এর(BRICS) মঞ্চে দেশের আধুনিক প্রযুক্তির প্রসঙ্গ টেনে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে তিনি জানান আগামী কিছুদিনের মধ্যে ৫ লক্ষ কোটি ডলার-এর কোঠা ছুঁয়ে ফেলবে ভারতীয় অর্থনীতি।
ব্রিকস বিজনেস ফোরাম(BRICS Business Forum)-এ মঙ্গলবার বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। শুরুতে ব্রিকস বিজনেস কাউন্সিলের(BRICS Business Council) দশ বছরের সফলতার জন্যে শুভেচ্ছা জানিয়ে দেশের অত্যাধুনিক প্রযুক্তির প্রসঙ্গ তুলে ধরেন তিনি। বলেন, “বিশ্ব জুড়ে অর্থনৈতিক অস্থিরতার আবহে ভারত এখন সবচেয়ে দ্রুত বিকাশশীল অর্থনীতি। খুব শীঘ্রই ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি দেশে পরিণত হবে দেশ। এতে কোনও সন্দেহ নেই যে আগামী দিনে আন্তর্জাতিক মহলের প্রধান ইঞ্জিন হয়ে উঠবে ভারত।”
পাশাপাশি, গত ৯ বছর ধরে সরকারের বিভিন্ন আর্থিক সংস্কার কর্মসূচির উদাহরণ তুলে ধরেন মোদী। বলেন, “গত নয় বছর ধরে প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে দেশের মানুষের উপার্জন। আর্থিক এই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দেশের মহিলারা।” উল্লেখ্য, ২০০৯ সালে প্রবল অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয় গোটা বিশ্ব। সেই পরিস্থিতি সামালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্যে এদিন বিজনেস কাউন্সিলকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী।
এরপরই আন্তর্জাতিক অর্থনীতিতে ভারতের ভূমিকার প্রসঙ্গ তুলে ধরেন মোদী। বলেন, “প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতি সংস্কার এবং রূপান্তরের ক্ষমতা রয়েছে ভারতের। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আন্তর্জাতিক স্তরে বাণিজ্যের পথ আরও সহজতর করে তোলাই হল দেশের একমাত্র লক্ষ্য।” সেই সঙ্গে, আরও একবার আন্তর্জাতিক মঞ্চে ডিজিটাল ইন্ডিয়া-র সফলতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।