নিউজ ডেস্ক: দিন কয়েক আগেই নতুন লুকে চমক দিয়েছিলেন বলিউডের ভাইজান। ন্যাড়া মাথায় দেখা গিয়েছিল তাঁকে। আর তাতেই ধরে নেওয়া হয়েছে ‘তেরে নাম ২’-এর শুটিং শুরু করবেন তিনি। চলতি বছর প্রায় সবকটি ছবিই বক্স অফিসে লাভের মুখ দেখলেও শুরুতেই মুখ থুবড়ে পড়েছিল সলমন খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। চলতি বছরে মুক্তি পেতে চলেছে ‘টাইগার ৩’। তাই সল্লু অনুরাগীদের মধ্য়ে উত্তেজনা তুঙ্গে। এর মাঝেই ফাঁস হয়ে গিয়েছে সেই ছবির শুটিংয়ের একটি দৃশ্য।
ভাইরাল হওয়া সেই দৃশ্যটি একটি গানের দৃশ্য। টাইগার ফ্র্যাঞ্চাইজির একটি অন্যতম জনপ্রিয় গান হল ‘মাশাআল্লা’। সূত্রের খবর সেই গানটিকে ফের নতুন মোড়কে দর্শকদের উপহার দিতে চলেছে এই ছবিতে। নতুন মেজাজে ভীষণ এনার্জেটিক ভঙ্গিতে নাচতে দেখা গিয়েছে ক্যাটরিনাকে। এই দৃশ্য তাই প্রকাশ্যে আসার পরেই সলমন-ক্যাটরিনাকে নিয়ে উৎসাহী দর্শকরা। টাইগার আর জোয়াকে ফের একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন তাঁরা।
শাহরুখ খানের ‘পাঠান’ রমরমা ব্যবসা করেছিল। তাতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল সলমনকে। এবার ‘টাইগার ৩’-তে ক্যামিও চরিত্রে দেখা যাবে বাদশাকে। এক পর্দায় তাঁদের দুজনের অ্যাকশন দেখে হলে গলা ফাটিয়েছিল দর্শকরা। তাই এইবার নির্মাতারা সেই অ্যাকশনে কোনো খামতি না রাখতে চাননা। তাই হলিউড থেকে ‘অ্য়াভেঞ্জার্স: এন্ডগেম’- এর অ্যাকশন ডিরেক্টরকে নিয়ে আসছেন প্রযোজক আদিত্য চোপড়া।