সবকিছুই ঠিকঠাক চলছে, জানিয়ে দিল ISRO
নিউজ ডেস্ক: হাতে আর মাত্র ২ ঘণ্টা! টান টান উত্তেজনায় রুদ্ধশ্বাসে অপেক্ষায় গোটা দেশ। আশায় উৎকণ্ঠায় বারেবারে চন্দ্রযানের লাইভ আপডেট নিচ্ছেন সাধারণ মানুষ। এরই মাঝে ইতিবাচক টুইট এলো ইসরোর তরফে। সব কিছুই ঠিকঠাক চলছে বলে জানিয়ে দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ISRO-র এই আপডেটে আরও উৎসাহিত গোটা দেশ।
টুইটে ইসরো জানিয়েছে,’স্বয়ংক্রিয় ল্যান্ডিং সিকোয়েন্স প্রক্রিয়া শুরু করার জন্য প্রস্তুত। নির্ধারিত বিন্দুতে ৫ টা ৪৪ মিনিট থেকে শুরু হতে চলেছে ল্যান্ডার মডিউলের অবতরণ। স্বয়ংক্রিয় ল্যান্ডিং সিকোয়েন্সের নির্দেশ পেলেই ল্যান্ডার মডিউল অবতরণের ইঞ্জিনগুলিকে সক্রিয় করে ফেলবে।’ সেই সঙ্গে ৫ টা ২০ মিনিট থেকে অফিসিয়াল সাইটে লাইভ সম্প্রচার শুরু হয়ে যাবে বলেও জানিয়েছে ISRO।
প্রসঙ্গত, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে নির্ধারিত সন্ধ্যা ৬ টা ৪ মিনিটেই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ল্যান্ডার বিক্রম। বিক্রম সফল হওয়ার পরই তার পেট থেকে চাঁদের মাতিতে নেমে আসবে রোভার প্রজ্ঞান। এরপর আগামী ১৪ দিন ধরে চন্দ্রপৃষ্ঠে তথ্য সংগ্রহ করে ISRO-কে পাঠাবে এটি।