নিউজ ডেস্ক: সেন্সর বোর্ডের আতশ কাচের নিচে গেলে কাঁটা-ছেঁড়া থেকে বাদ যাচ্ছে না কোনো ছবি। আগামী মাসে প্রথম সপ্তাহে মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনীত ছবি ‘জওয়ান’। মুক্তির আর মাত্র বাকি মোটে দু’টি সপ্তাহ। তার আগেই সেন্সর বোর্ডের তরফ থেকে ইউ/এ সার্টিফিকেট পেল ‘জওয়ান’। তবে এই সার্টিফিকেটের জন্য বাদ গিয়েছে ছবির সাতটি দৃশ্য। তবে শুধুমাত্র দৃশ্যই নয় বিভিন্ন সংলাপেও চলেছে কাঁচি। চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছে ‘পাঠান’। সেই ছবি সুপারহিট হওয়ার পরে শাহরুখের পরবর্তী ছবি ‘জওয়ান’ নিয়ে মুখিয়ে রয়েছে সকলে। ইতোমধ্যেই ২ মিনিট ১২ সেকেন্ডের একটি প্রিভিউ প্রকাশ্যে এসেছে এই ছবির, যা দেখেই উত্তেজনা তুঙ্গে শাহরুখ ভক্তদের মধ্যে।
আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত এবং শাহরুখ খান অভিনীত ছবি ‘জওয়ান’। তার আগেই সেন্সর বোর্ডের তরফ থেকে ইউ/এ ছাড়পত্র পেয়েছে। ছবিতে এদেশের রাষ্ট্রপতিকে নিয়ে একটি সংলাপ ছিল বলে জানা গিয়েছে যা বাদ দেওয়ার জন্য বলেছে সেন্সর বোর্ড। ওই সংলাপে ভারতের মাননীয় রাষ্ট্রপতির কথা বলা হয়েছে যা পাল্টে প্রদেশের প্রধান করতে বলা হয়েছে। এছাড়াও ছবিতে একটি আত্মহত্যার দৃশ্য রয়েছে যার সময় কমিয়ে দিতে বলা হয়েছে। এছাড়াও বেশ কিছু শব্দ যেমন ‘প্যয়দা হোকে’, ‘উংলি করনা’ ইত্যাদি বাদ দিতে বলা হয়েছে। NSG রেফারেন্স কেটে দিয়েছে সেন্সর বোর্ড।
দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’ ছবিতে দেখা যাবে শাহরুখকে। তাঁর বিপরীতে রয়েছে অন্যতম দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। এছাড়াও বিজয় সেতুপতিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যাবে। প্রিভিউতে দীপিকা পাড়ুকোন কে দেখা গেছে। সূত্রের খবর এই ছবিতে তাঁকে ক্যামিও চরিত্রে দেখা যাবে। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রমীলা বাহিনীর। ফলে প্রিয়া মনি, সানিয়া মালহোত্রা ও সঞ্জিতা ভট্টাচার্য কেও দেখা যাবে। আপাতত মুক্তির দিন গুনছে এই ছবি।