নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ ভারত, এমনটাই মন্তব্য করলেন ভারতের মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি। তিনি বলেন তথ্য-প্রযুক্তি, মহকাশ, বাণিজ্য-সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে হাতে হাত রেখে কাজ করে চলেছে ভারত-আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট স্বয়ং নাকি তাঁকে জানিয়েছেন, তাঁর কাছে ভারতের গুরুত্ব সবচেয়ে প্রথমে। গারসেট্টি জানান, আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা প্রায় ৬% করদাতা।
আমেরিকান দূত ভারতের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, ‘প্রযুক্তি থেকে বাণিজ্য, পরিবেশ থেকে নারীর ক্ষমতায়ন, ছোট ব্যবসা থেকে মহাকাশ সর্বত্র আজ একে অপরকে সহযোগিতার রাস্তা বেছে নিয়েছে উভয় দেশ। আমরা বলতাম আকাশের সীমা। কিন্তু এখন আমরা মহাকাশে একসঙ্গে কাজ করছি, আকাশেরও সীমা নেই। আসমুদ্র-আকাশ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত পৃথিবীর মঙ্গলের জন্য সংগঠিতভাবে কাজ করে চলেছে।’ পাশাপশি ভারতের প্রতি নিজের ব্যক্তিগত আকর্ষণ এবং ভালোবাসার কথাও ব্যক্ত করেন গারসেট্টি। তিনি জানান, ভারতে আসা তাঁর স্বপ্ন ছিল। তিনি সর্বদা বুদ্ধ গয়াতে থেকে বৌদ্ধশাস্ত্র নিয়ে পড়াশোনা করতে আগ্রহী ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি আমেরিকান রাষ্ট্রদূত হিসেবে ভারতে ১০০ দিন পূর্ণ করার স্মৃতি নিয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেন গারসেট্টি। সেখানে ভারতের বিভিন্ন রাজ্যে সাক্ষাতের মুহূর্ত তুলে ধরেছেন তিনি। এর আগে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, ভারতে তাঁর মেয়াদ চলাকালীন দুই দেশের মদহ্যে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে প্রয়াসী হবেন তিনি। আগামী ৭ সেপ্টেম্বরেই ৩ দিনের জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন জো বাইডেন। এর আগে মার্কিন রাষ্ট্রদূতের দুই দেশকে নিয়ে করা এমন মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।