নিউজ ডেস্ক:
মাটিগাড়ার নাবালিকার মাথা থেঁতলে খুনের
ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে শিলিগুড়িতে মিছিল ও পথ অবরোধ করল বিভিন্ন সামাজিক সংগঠন। শিলিগুড়ির হিলকার্ট রোডে
বিক্ষোভ মিছিলের পাশাপাশি এদিন মাল্লাগুড়ি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়
বিশ্বহিন্দু পরিষদ এর দুর্গা বাহিনী ও মাতৃশক্তি সম্মেলনের সদস্যরা। তাদের দাবি, একাদশ শ্রেণীর স্কুল ছাত্রীর খুনি
অভিযুক্তর ফাঁসি চাই। এই স্লোগান তোলার পাশাপাশি বৃহস্পতিবার শিলিগুড়িতে ১২ ঘন্টা
বনধ-এর ডাক দেয় বিশ্বহিন্দু পরিষদ। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাস্তায় মোতায়েন
করা হয় বিশাল পুলিশ বাহিনী।
এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে
নিজের ক্ষোভ উগড়ে দেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। তিনি অতীতে উত্তরবঙ্গের আরেকটি
ঘটনা তুলে ধরে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেই প্রশ্ন তুলে দেন। অন্যদিকে বিজেপি ও সঙ্ঘের
ম্রিদু সমালোচনা করতেও দেখা গেল তাকে। এই ঘটনায় অভিযুক্ত মহম্মদ আব্বাসের ফাঁসি দাবি
করেন তিনি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, “শিলিগুড়িতে জনৈক মহম্মদ আব্বাস একটি হিন্দু কিশোরীকে ধর্ষণ করার চেষ্টা
করেছিল। কিশোরীটি বাধা দেওয়ায় আব্বাস পাথর দিয়ে মেয়েটির মাথা ফাটিয়ে খুন করে।
পুলিশের তরফে যেন কেসটা জোলো করে দেবার চেষ্টা না হয় ! ফাঁসি চাই। আমরা কি আশা
করতে পারি যে বিজেপি কেসটার উপর নজর রাখবে”।
প্রসঙ্গত এই ধরণের ঘটনা মূল স্রোতের মিডিয়া চেপে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তার। প্রসঙ্গত এই ঘটনায় পুলিশ
আব্বাসকে গ্রেফতার করলেও ক্ষোভ থামছে না শিলিগুড়িতে। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ
দাবী করেছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।