নিউজ ডেস্ক: ঢেকুর তুলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে এক তরুণী। তেমনই আজব অবিশ্বাস্য কাজ করে এই লিস্টে নাম লেখায় বিভিন্ন মানুষ। তবে বিশ্ব জুড়ে রেকর্ড তৈরি করার এই লিস্টে শুধু মানুষ থাকবে কেন? এইবার সেই দলে নাম লিখিয়েছে পোষ্যরাও। দুরন্ত লাফ দিয়ে বিশ্ব রেকর্ড করে ফেলেছে আমেরিকার একটি বিড়াল।
শোনা যায় যে কুকুরকে প্রশিক্ষণ দেওয়া গেলেও বিড়াল নাকি নিজ মর্জির মালিক। তাই কোনো রকম প্রশিক্ষণ বা মালিকের কমান্ড বুঝতে পারেনা তারা। সেই সব কথাকে মিথ্যা প্রমাণ করে লাফানদড়িতে লাফিয়ে বিশ্ব রেকর্ড করেছে বাদামি পশমওয়ালা ‘কিট ক্যাট’। সবচেয়ে বেশিবার লাফ দিয়ে সকলকে চমকে দিয়েছে ‘কিট ক্যাট’। মিনিটে নয় বার লাফ দিয়েছে সে।
ছোটবেলা থেকেই নিজের পোষ্য বিড়াল ‘কিট ক্যাট’কে দড়ি দিয়ে লাফ কাটার প্রশিক্ষণ দিতেন তৃষা সিফ্রিড। আমেরিকার মিসৌরির বাসিন্দা ওই তরুণী পেশায় পশুপাখির প্রশিক্ষক। অ্যানিম্যাল ট্যালেন্ট এজেন্সি চালান তিনি। সেই সূত্রে অন্য পশুপাখির সঙ্গে নিজের পোষ্য ‘কিট ক্যাট’কেও ট্রেনিং দিতেন তিনি। এবার পরীক্ষায় সফল হয়ে নিজেকে প্রমাণ করল ‘কিট ক্যাট’। পোষ্যের সাফল্যে খুশি মালিক তৃষাও।